scorecardresearch
 

কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যানের পদে অপসারণ শুভেন্দুর

ব্যাঙ্কের এক ডিরেক্টর আলেম আলি খান জানান, ৪ মাস ধরে ব্যাঙ্কটিকে অকেজো করে ফেলে রেখেছেন শুভেন্দু অধিকারী। ঘনঘন মামলা করছেন। মিটিং ডেকে তা বাতিল করে দিচ্ছেন। ফলে লোনের ফাইল প্রসেস করা যাচ্ছে না। এবার তাই ব্যাঙ্কের স্বার্থে ও কাঁথিবাসীর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।  

Advertisement
শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী
হাইলাইটস
  • পদ হারালেন শুভেন্দু অধিকারী
  • ব্যাঙ্কের চেয়ারম্যানের পদ থেকে অপসারণ
  • ১০ জন ডিরেক্টরের ভোটে সিদ্ধান্ত

কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের (Contai Co Operative Bank) চেয়ারম্যানের পদ থেকে সরানো হল শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্কের পরিচালন কমিটি। জানা গিয়েছে, এদিন জরুরি বৈঠকে বসেন পরিচালন কমিটির সদস্যরা। এই মুহূর্তে ব্যাঙ্কের ডিরেক্টরের সংখ্যা ১৮ জন। তাঁদের মধ্যে ভোটাধিকার রয়েছে ১৪ জনের। এদিন তাঁদের মধ্যে ১০ জন উপস্থিত ছিলেন এবং প্রত্যেকেই এই বিষয়ে সহতম হন। শুভেন্দু অধিকারীকে সরিয়ে আপাতত ভাইস চেয়ারম্যান চিন্তামণি মণ্ডলকে দায়িত্ব দেওযা হয়েছে বলে জানা যাচ্ছে। 

এই প্রসঙ্গে ব্যাঙ্কের এক ডিরেক্টর আলেম আলি খান জানান, ৪ মাস ধরে ব্যাঙ্কটিকে অকেজো করে ফেলে রেখেছেন শুভেন্দু অধিকারী। ঘনঘন মামলা করছেন। মিটিং ডেকে তা বাতিল করে দিচ্ছেন। ফলে লোনের ফাইল প্রসেস করা যাচ্ছে না। এবার তাই ব্যাঙ্কের স্বার্থে ও কাঁথিবাসীর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।  

কারা দিলেন ভোট?

এদিন শুভেন্দু অধিকারীকে সরানোর পক্ষে ভোট দেন, চিন্তামণি মণ্ডল, সেমাশিস মিশ্র, মীর মোমরেজ আলি, অনুপ বাগ, মোজাফ্ফর আলি, স্নিগ্ধা দাস, নন্দিতা বেরা, নির্মল খাঁড়া, আলেম আলি খান সহ মোট ১০ জন। ভোটাধিকার রয়েছে এমন বাকি ৪ ডিরেক্টর এদিন অনুপস্থিত ছিলেন। যাঁরা এদিন অনুপস্থিত ছিলেন তাঁরা হলেন, খোদ শুভেন্দু অধিকারী। তাছাড়া সুকুমার বেরা, দিলীপ মাইতি ও তারাপদ খাটুয়া। এবার দেখার এর প্রেক্ষিতে আগামিদিনে কী পদক্ষেপ করেন শুভেন্দু অধিকারী। 


 

Advertisement