scorecardresearch
 

Suvendu Adhikari: 'CAG-এ ভয়ঙ্কর দুর্নীতি,' মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার বিরুদ্ধে FIR চেয়ে রাজ্যপালের দ্বারস্থ হচ্ছেন শুভেন্দুরা

ক্যাগ রিপোর্ট নিয়ে এবার আরও বড় পদক্ষেপের পথে হাঁটতে চলেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর মন্ত্রিসভার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে পদ্ম শিবির। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি।

Advertisement
শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় (বাঁ দিক থেকে)। শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় (বাঁ দিক থেকে)।
হাইলাইটস
  • ক্যাগ রিপোর্ট নিয়ে এবার আরও বড় পদক্ষেপের পথে হাঁটতে চলেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব।
  • শুভেন্দু দাবি করেছেন, 'ক্যাগ রিপোর্টে কয়েকশো ভুয়ো অ্যাকাউন্টের তথ্য রয়েছে।'
  • 'ভয়ঙ্কর তথ্য রয়েছে', দাবি শুভেন্দুর।

ক্যাগ রিপোর্ট নিয়ে এবার আরও বড় পদক্ষেপের পথে হাঁটতে চলেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর মন্ত্রিসভার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে পদ্ম শিবির। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। বিরোধী দলনেতা বলেছেন, '৯ তারিখ আমরা শান্তিপূর্ণ ভাবে মিছিল করে রাজভবনে যাব। মুখ্যমন্ত্রী-সহ তাঁর মন্ত্রিসভার বিরুদ্ধে এফআইআর করার জন্য রাজ্যপালকে অনুমোদন দিতে হবে। এত বড় দুর্নীতি হয়েছে।'

ক্যাগ নিয়ে শুভেন্দু দাবি করেছেন, 'ক্যাগ রিপোর্টে কয়েকশো ভুয়ো অ্যাকাউন্টের তথ্য রয়েছে। ভয়ঙ্কর তথ্য রয়েছে।' মমতাকে আক্রমণ করে শুভেন্দু বলেছেন, 'ক্যাগ শব্দ শুনলেই মুখ্যমন্ত্রী আতঙ্কিত হয়ে পড়ছেন। শাসকদল লাফাচ্ছে।'

তৃণমূল সরকারকে আক্রমণ করে শুভেন্দু এদিন বলেছেন, 'পশ্চিমবঙ্গে কোম্পানির মতো করে সব চলছে।' বিধানসভার বাজেট অধিবেশন প্রসঙ্গে শুভেন্দু বলেছেন, '৮ তারিখ বাজেট পেশ হবে। বাজেটে অংশ নেবেন বিজেপি বিধায়করা। আশা করব, ভাল বাজেট হবে। কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণা করা হবে, আশা করব। পেট্রল-ডিজেলে সেস কমবে, আশা করব।' মঙ্গলবার ক্যাগ রিপোর্ট নিয়ে তপ্ত হয় বিধানসভার অধিবেশন। এই প্রসঙ্গে শুভেন্দু বলেছেন, 'আমরা প্রতিবাদ করেছি। তাই মুলতুবি করা হয়েছে। আমরা ওয়াকআউট করিনি।'

আরও পড়ুন

শীতকালীন অধিবেশনে বিধানসভার বাইরে 'চোরেরা ধর্না দিয়েছেন' বলেও কটাক্ষ করেছেন শুভেন্দু। তাঁর কথায়, 'বিরোধী দলনেতাকে সভার বাইরে পাঠানো হয়েছে। বিজেপি বিধায়কদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিধানসভায় স্লোগান বিক্ষোভ হবে না, এই নিয়ম মানব না।' অন্য দিকে, দিঘায় ধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবি করেছেন শুভেন্দু। 


সোমবার দিল্লি থেকে কলকাতা ফেরেন শুভেন্দু। দমদম বিমানবন্দরে সংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, 'চোর মমতাকে টাইট দিতে গিয়েছিলাম, টাইট দিয়ে এসেছি।' দিল্লি সফর বাতিল প্রসঙ্গে শুভেন্দু বলেন, 'উনি কোথায় যাবেন না যাবেন সেটা আমি বলব কেন। ওনাকে নিয়ে আমরা অত চিন্তিত নই।' প্রসঙ্গত, সোমবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করেন শুভেন্দু। ইতিমধ্যেই বাংলা যে টাকা ঋণ হিসাবে নিয়েছে তার যথাযথ হিসাব না দিলে রাজ্য সরকারকে যাতে আর টাকা না দেওয়া হয়,সেই ব্যবস্থাই  তিনি করে এসেছেন বলে ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন শুভেন্দু। সংবাদমাধ্যমকে শুভেন্দু  বলেন, ‘কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে আমি বাংলার সরকার সম্পর্কে কিছু অভিযোগ জানিয়েছি। ক্যাগ রিপোর্ট নিয়ে যাতে কেন্দ্র তদন্ত করে সেই আর্জিও জানিয়েছি।’ সেইসঙ্গে জিএসটির টাকা নিয়েও বাংলায় দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু। সীতারামনের সঙ্গে সাক্ষাতে তিনি এ বিষয়ে উল্লেখ করেছেন বলে নিজেই জানিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ দেশের একমাত্র রাজ্যে যেখানে ২০১৭ সালে জিএসটি কার্যকর হওয়ার পর থেকে অডিট হয়নি। তাই দাবি করেছি অডিট হওয়ার পর যাতে বাংলাকে টাকা দেওয়া হয়।’
 

Advertisement

Advertisement