scorecardresearch
 

দলের কর্মসূচিতে নেই বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক, শুরু জল্পনা

নির্বাচন পরবর্তী হিংসার প্রতিবাদে বৃহস্পতিবার বাঁকুড়ার বিষ্ণুপুরে (Bishnupur Bankura) মহকুমা শাসকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ ও ধরনা কর্মসূচির আয়োজন করে বিজেপি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার নেতৃত্ব, এবং ওন্দা, সোনামুখী, কোতুলপুর, ইন্দাসের বিধায়ক ও অন্যান্য নেতা কর্মীরা। তবে দেখা যায়নি স্থানীয় বিধায়ক তন্ময় ঘোষকে (Tanmay Ghosh)।

Advertisement
বিজেপির প্রতিবাদ কর্মসূচি বিজেপির প্রতিবাদ কর্মসূচি
হাইলাইটস
  • দলের কর্মসূচিতে নেই বিধায়ক
  • বিষ্ণুপুরের বিজেপি বিধায়ককে নিয়ে জল্পনা
  • পালটা সাফাই দিল দল

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজেপি থেকে তৃণমূলে (TMC) যোগদানের পালা শুরু হয়েছে। প্রায় প্রতিদিনই রাজ্যের কোনও না কোনও জায়গা থেকে দলবদলের খবর আসছে। তার মাঝেই এবার বিজেপির দলীয় কর্মসূচিতে অনুপস্থিত দলেরই স্থানীয় বিধায়ক। যার জেরে গুঞ্জন ছড়িয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরে। যদিও বিধায়ক দলের অন্য কর্মসূচিতে যোগ দিতে কলকাতায় গিয়েছেন বলে দাবি বিজেপি নেতৃত্ব। 

জানা গিয়েছে, নির্বাচন পরবর্তী হিংসার প্রতিবাদে বৃহস্পতিবার বাঁকুড়ার বিষ্ণুপুরে (Bishnupur Bankura) মহকুমা শাসকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ ও ধরনা কর্মসূচির আয়োজন করে বিজেপি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার নেতৃত্ব, এবং ওন্দা, সোনামুখী, কোতুলপুর, ইন্দাসের বিধায়ক ও অন্যান্য নেতা কর্মীরা। তবে দেখা যায়নি স্থানীয় বিধায়ক তন্ময় ঘোষকে (Tanmay Ghosh)। বিষ্ণুপুরে কর্মসূচি, আর তাতে এলাকারই বিধায়ক না থাকায় খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে জেলার রাজনৈতিকমহলে। 

যদিও বিজেপি (BJP) নেতৃত্ব অবশ্য এই বিষয়ে যাবতীয় জল্পনা মেটানোর চেষ্টা করেছেন। এই প্রসঙ্গে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজিত অগস্থি বলেন, বিধায়ক তন্ময় ঘোষ দলের কর্মসূচিতে যোগ দিতে কলকাতায় গিয়েছেন। সেই কারণে তিনি অনুপস্থিত। এই নিয়ে জল্পনার কোনও কারণ নেই। 

প্রসঙ্গত দিন কয়েক আগেই বিজেপি ছেড়ে সপুত্র তৃণমূলে প্রত্যাবর্তন করেছেন মুকুল রায়। 'ঘর ওয়াপসি' হয়েছে বিভিন্ন জেলার বেশকিছু নেতা কর্মী সমর্থকের। আরও অনেকে ঘাসফুল শিবিরে ফিরতে পারেন বলেও জল্পনা রয়েছে। এরমাঝে আবার তৃণমূল নেতৃত্বের তরফে দাবি করা হয়েছ, বিজেপির বেশকিছু বিধায়ক তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এহেন পরিস্থিতিতে বিষ্ণুপুরে বিজেপির কর্মসূচিতে স্থানীয় বিধায়কের অনুপস্থিতি নতুন করে জল্পনার জন্ম দিয়েছে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের।

 

Advertisement
Advertisement