scorecardresearch
 

Terrorist Link: বর্ধমানের রাজমিস্ত্রি আনোয়ার গ্রেফতার, ছেলে জঙ্গি? মানতে পারছে না পরিবার

বাংলাদেশের এক জঙ্গি গ্রেফতার। চেন্নাই থেকে বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দাকে গ্রেফতার করল স্পেশ্যাল টাস্ক ফোর্স বা বেঙ্গল এসটিএফ। গোয়েন্দা সূত্রে খবর, ধৃত আনোয়ার শেখ চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতেন। এই নিয়ে ‘শাহদাত’ জঙ্গি সন্দেহে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। বর্ধমানের ওই জঙ্গি গ্রেফতারে অবাক প্রতিবেশি ও পরিচিতরা। 

Advertisement
হাইলাইটস
  • বাংলাদেশের এক জঙ্গি গ্রেফতার।
  • চেন্নাই থেকে বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দাকে গ্রেফতার করল স্পেশ্যাল টাস্ক ফোর্স বা বেঙ্গল এসটিএফ।

বাংলাদেশের এক জঙ্গি গ্রেফতার। চেন্নাই থেকে বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দাকে গ্রেফতার করল স্পেশ্যাল টাস্ক ফোর্স বা বেঙ্গল এসটিএফ। গোয়েন্দা সূত্রে খবর, ধৃত আনোয়ার শেখ চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতেন। এই নিয়ে ‘শাহদাত’ জঙ্গি সন্দেহে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। বর্ধমানের ওই জঙ্গি গ্রেফতারে অবাক প্রতিবেশি ও পরিচিতরা। 

এসটিএফ সূত্রে খবর, ধৃত ব্যক্তি চেন্নাইয়ে কাজের পাশাপাশি জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিলেন। সে এই রাজ্য ছাড়াও অন্য রাজ্যে জঙ্গি কার্যকলাপে যুক্ত হওয়ার জন্য মগজ ধোলাইয়ের কাজ করত বলেও প্রাথমিকভাবে খবর পাওয়া গিয়েছে। হাবিবুল্লাহকে গ্রেফতারের পর থেকেই এই সমস্ত তথ্য মিলেছে বলে খবর। শুধু তাই নয়, প্রাথমিকভাবে এও জানা গিয়েছে, হাবিবুল্লার ডান হাত হিসাবে কাজ করত আনোয়ার। 

পূর্ব বর্ধমান বাসিন্দা আনোয়ার শেখের পরিবারের দাবি, তাঁকে  মিথ্যে ফাঁসিয়ে গ্রেফতার করেছে এসটিএফ। মাস চার পাঁচ আগে দক্ষিণ ভারতের চেন্নাইয়ে কাজে গিয়েছিলেন আর্থিক অনটনের জেরে।  এরপর গতকাল সন্ধেয় আনোয়ারের পরিবারের লোককে ফোন করে বেঙ্গল এসটিএফ-এর কর্মীরা। জানায় জঙ্গি সন্দেহে তাঁকে চেন্নাই থেকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, সর্বপ্রথম পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে জঙ্গি সন্দেহে একজনকে পাকড়াও করেছিল এসটিএফ। ধৃতের নাম হাবিবুল্লাহ। রাজ্যপুলিশের এসটিএফ সূত্রে খবর, সম্প্রতি ‘শাহাদাত’ নামে এক নতুন জঙ্গি গোষ্ঠী গজিয়ে উঠেছে। বাংলাদেশেও এই জঙ্গি গোষ্ঠী বেশ সক্রিয়। সেই গোষ্ঠীর সঙ্গেই মহম্মদ হাবিবুল্লাহর যোগ রয়েছে বলে খবর। 

 

TAGS:
Advertisement