দলের অসুস্থ কর্মীকে দেখতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি (BJP) নেতা তথা পাণ্ডবেশ্বরের (Pandabeswar) প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের খোট্টাডিহি। এক সাংবাদিককেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। যদিও ভয় দেখিয়ে তাঁকে আঠকানো যাবে না বলে জানিয়ে দিয়েছেন জিতেন্দ্র।
জানা গিয়েছে, বুধবার দলীয় কর্মী সোনালী গিরিকে (Sonali Giri) দেখতে তাঁর বাড়ি যান জিতেন্দ্র তিওয়ারি। অভিযোগ, সেই সময় তৃণমূলের কর্মী সমর্থকেরা তাঁর নাম করে অকথ্য ভাষায় গালাগালি দিতে শুরু করে। এমনকী সোনালী গিরির বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলেও অভিযোগ। আর সেখানেই শেষ নয়, সেই ঘটনার ছবি এক সাংবাদিক তুলতে গেলে তাঁকেও মারধর করার অভিযোগ উঠেছে। মারধরে ওই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন বলেও খবর।
এই বিষয়ে, প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি প্রশ্ন তোলেন, "একজনের খারাপ সময়ে তাঁর কুশল সংবাদ নেওয়া কি অপরাধ?" তিনি আরও বলেন," যদি তৃণমূলের (TMC) লোকেরা সত্যিই পাণ্ডবেশ্বরের স্বার্থে কাজ করে থাকেন, তাহলে আমি এলাকায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাঁদের মধ্যে ভয়ের পরিবেশ কেন সৃষ্টি হল? স্বাধীন ভারতে যে কোনও মানুষের যে কোনও জায়গায় যাওয়ার অধিকার আছে। একজন নাগরিক হিসেবে আমি যে কোন জায়গায় যেতে পারি "।
পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক আরও বলেন, "সোনালী গিরির সম্প্রতি টিউমার অপারেশন হয়েছে। মানবিক দিক থেকে সোনালী গিরির বাড়িতে গিয়ে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি। এটাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা ভুল। এখানে যে আসব তা একদিন আগেই স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম, তা সত্ত্বেও পুলিশের উপস্থিতিতেই এই ধরনের নিন্দনীয় কাজ করল তৃণমূলের লোকেরা।" তবে তাঁকে যে ভয় দেখিয়ে থামান যাবে না, তা এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন জিতেন্দ্র তিওয়ারি।