scorecardresearch
 

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা বর্ধমানে, আহত ৩

তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় উত্তেজনা ছড়াল বর্ধমান শহরের রসিকপুর এলাকার। তৃণমূলের সঙ্গে যুবর সংঘর্ষে আহত ৩। গুরুতর জখম অবস্থায় তিনজনকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।  

Advertisement
বাড়িতে ভাঙচুরের অভিযোগ বাড়িতে ভাঙচুরের অভিযোগ
হাইলাইটস
  • পূর্ব বর্ধমানে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ
  • আহত ৩, হাসপাতালে চিকিৎসাধীন
  • এলাকায় টহল পুলিশের

তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় উত্তেজনা ছড়াল বর্ধমান শহরের রসিকপুর এলাকার। তৃণমূলের সঙ্গে যুবর সংঘর্ষে আহত ৩। গুরুতর জখম অবস্থায় তিনজনকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।  

অভিযোগ, তৃণমূলের যুব সভাপতি শেখ সাহেবের বাড়িতে হামলা চালানোর পাশাপাশি ভাংচুর ও পরিবারে সদস্যদের মারধর করে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক আবদুল রবের অনুগামীরা। লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। তাতে আহত হন এক মহিলা সহ তিনজন। আহতদের মধ্যে রয়েছেন সাহেবের শ্যালক, শ্বশুর ও এক প্রতিবেশী মহিলা। 

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আবদুল রব। পালটা তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচনে দলে থেকেই তৃণমূল প্রার্থীকে হারানোর চেষ্টা করেছিলেন সাহেব। আর এলাকার যেসব ছেলেরা দলের বিরোধিতা করতে চায়নি বা তাঁর কথা শোনেনি তাঁদের ধরে সাহেব মারধর করছেন। এরপর এদিন সেইসব ছেলেদের পরিবারের সদস্যরা সাহেবের বাড়িতে অভিযোগ জানাতে গেলে তাঁর লোকজন উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নিজেরাই নিজেদের উপর আঘাত করে ও বাড়িতে ভাংচুর চালায়। 

এদিকে শেখ সাহেবের মা মনোয়ারা শেখের দাবি, ২ মে ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই তাঁর ছেলে ঘরছাড়া। এদিন হঠাৎই আবদুল রবের অনুগামীরা তাঁদের দোকানে ভাঙচুর চালায়। এমনকী বাড়িতে হামলা চালানোর পাশাপাশি তিনজনকে মারধরও করে। তারমধ্যে একজনের হাতে কাঁচ দিয়ে আঘাত করা হয়। পাশাপাশি, এই বিষয়ে সাহেবের অভিযোগ, বারবার তাঁর উপর আক্রমণ করছেন আবদুল রব। সাহেবের দাবি, তিনি যুব সভাপতি এটা আবদুল রব মানতে পারছেন না। দলে থেকেই দলের যুবদের বিরোধিতা করেছেন। তিনি ঘরছাড়া, তা সত্ত্বেও বাড়িতে হামলা চালানো হল। এমনকী পাড়ার কেউ কথা বললে তাঁদেরকেও মারধর করা হচ্ছে। আর এলাকার বিধায়ক বিজেপির (BJP) ঘরছাড়াদের ঘরে ফেরাচ্ছেন, কিন্তু দলের অভ্যন্তরীণ গন্ডগোলে যাঁরা ঘরছাড়া তাঁদের ফেরানোর কোনও উদ্যোগ নিচ্ছেন না বলেও অভিযোগ করেন সাহেব। 

Advertisement


 

Advertisement