scorecardresearch
 

দিলীপের 'দুর্গা' মন্তব্যে চরম বিতর্ক, রাজ্য বিজেপির টুইটে সাফাই

দিলীপের বেফাঁস মন্তব্যে 'বাংলার সংস্কৃতি' নিয়ে বাড়ল তরজা। ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০২১-এর অনুষ্ঠানে "রামের পূর্বপুরুষের নাম পাওয়া যায়, দুর্গার পাওয়া যায় কি?” রাজ্য বিজেপি সভাপতির মন্তব্যে এবার ঝড় উঠেছে৷ 

Advertisement
 রাজ্য বিজেপি টুইটে তাদের সাফাই গেয়েছে। রাজ্য বিজেপি টুইটে তাদের সাফাই গেয়েছে।
হাইলাইটস
  • "রামের পূর্বপুরুষের নাম পাওয়া যায়, দুর্গার পাওয়া যায় কি?”
  • রাজ্য বিজেপি সভাপতির মন্তব্যে এবার ঝড় উঠেছে
  • রাজ্য বিজেপির তরফে দিলীপ ঘোষের হয়ে সাফাই গাওয়া হয়েছে

নির্বাচনের আগে দিলীপ ঘোষের 'রাম-দুর্গা' মন্তব্যে ফের উত্তাল হল বঙ্গ রাজনীতি। দিলীপের বেফাঁস মন্তব্যে 'বাংলার সংস্কৃতি' নিয়ে বাড়ল তরজা। ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০২১-এর অনুষ্ঠানে "রামের পূর্বপুরুষের নাম পাওয়া যায়, দুর্গার পাওয়া যায় কি?” রাজ্য বিজেপি সভাপতির মন্তব্যে এবার ঝড় উঠেছে৷ 

এর পরই আসরে নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। তৃণমূলের টুইটার হ্যান্ডলে দিলীপ ঘোষকে ট্যাগ করে লেখা হয়, “অভাবনীয়! বাংলার পবিত্র মাটিতে বসে দিলীপবাবু আমাদের দেবী দুর্গাকে অপমান করেছেন! দেবী দুর্গা আমাদের মা, আমাদের শক্তি, আমাদের অনুপ্রেরণা! যাঁরা নিজেদের হিন্দু ধর্মের রক্ষক ও সমর্থক বলে দাবি করেন, তাঁরাই এখন দেবী দুর্গার অবমাননা করছেন।” 

দিলীপ ঘোষের এই মন্তব্যে নিয়ে সোচ্চার হয়েছেন সবুজ শিবিরের কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেন এই ঘটনা লজ্জাজনক। বিজেপির কথায় কাজে মিল নেই। যারা হিন্দুত্বর নামে এত কথা বলছেন তারাই মা দুর্গাকে অপমান করতে ছাড়ছে না। 

যদিও রাজ্য বিজেপির তরফে দিলীপ ঘোষের হয়ে সাফাই গাওয়া হয়েছে৷ তাদের টুইটারে পোস্ট করা হয়েছে, সভাপতির 'অরিজিনাল' মন্তব্য। সেখানে বলা হয়েছে, "তৃণমূল দুর্গাপ্রতিমা বিসর্জন বন্ধ করতে চায়। কারণ মুসলিমদের তুষ্ট করতে। তৃণমূল মন্তব্যকে বিকৃত করছে।"

দক্ষিণ ২৪ পরগণার একটি নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দিলীপ ঘোষের মন্তব্যের বিরোধিতা করেন৷ ডায়মন্ড হারবারের সাংসদ বলেন যে এই বক্তব্য বাংলার মেয়েদের অপমান। অভিষেক এও বলেন, "দিলীপ ঘোষ জানেন না যে রামের আগে সিয়া সম্প্রদায় এসেছে। মেয়েদের সম্মান করতে শিখুন।" যদিও রাজ্য বিজেপি টুইটে তাদের সাফাই গেয়েছে।

পাশাপাশি দিলীপ ঘোষ দাবি করেছেন, তিনি যা বলতে চেয়েছেন তার অপব্যাখ্যা করা হচ্ছে। তিনি দেবী দুর্গাকে অপমান করতে চাননি। রাজ্য বিজেপি সভাপতির বক্তব্য, “স্বয়ং রামচন্দ্রই তো দেবী দুর্গার পূজা করেছেন। আমি দেবী আর ঐতিহাসিক চরিত্রের মধ্যে ফারাকটা বোঝাতে চেয়েছি। মা দুর্গাকে অপমান করার শিক্ষা বা সংস্কৃতি কোনওটাই আমার নেই। ভুল ব্যাখ্যা করে রাজনীতি করা হচ্ছে। "

Advertisement

Advertisement