scorecardresearch
 

Udayan Slams Nisith: '২০১৯-এর হার লজ্জার, এ বার BJP-র নাম মুছে দেব,' হুঁশিয়ারি উদয়নের, পাল্টা জবাব নিশীথেরও

লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই উত্তরবঙ্গে উদয়ন গুহ বনাম নিশীথ প্রামাণিকের দ্বৈরথ যেন বাড়ছে। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপ সাংসদ নিশীথ প্রামাণিককের উদ্দেশে ফের একবার আক্রমণ শানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। যার জবাব দিতে অবশ্য ছাড়েননি মোদী সরকারের প্রতিমন্ত্রী নিশীথও।

Advertisement

Udayan Slams Nisith Udayan Slams Nisith

লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই উত্তরবঙ্গে উদয়ন গুহ বনাম নিশীথ প্রামাণিকের দ্বৈরথ যেন বাড়ছে। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপ সাংসদ নিশীথ প্রামাণিককের উদ্দেশে ফের একবার  আক্রমণ শানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। যার জবাব দিতে অবশ্য ছাড়েননি মোদী সরকারের প্রতিমন্ত্রী নিশীথও। 

২০১৯-এর লোকসভা ও একুশের বিধানসভা ভোটে তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছেন কোচবিহারের মানুষ। লোকসভা ভোটে নিশীথের কাছে হারতে হয়েছিল উদয়ন গুহকে। ২০২৪-এ বিজেপির নাম মুছিয়ে দেবেন বলে এবার তোপ দাগলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, ১৯-এর লোকসভায় হেরেছি, এটা লজ্জা, ২০২৪-এর আগে  বিজেপির নাম মুছিয়ে দেব। তবে পাল্টা জবাব দিতে ছাড়েননি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকও। নিশীথ  বললেন,  যে দলের নেতা মন্ত্রীরা একের পর এক জেলমুখী, সেখানে তাদের লজ্জা থাকা না থাকার কী আছে? ২৪-এ জবাব দেবে বাংলা। 

লোকসভা নির্বাচনের আগে বিজয়া সম্মিলনীর মাধ্যমে জেলায় জেলায় জনসংযোগ গড়ে তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস। সেইমতো, কোচবিহার জেলায় দিনহাটা সোমবার বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল। এই সভা থেকেই কর্মীদের উদ্দেশে আগামী লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্র তৃণমূলের দখলে রাখার জোর বার্তা দেন উদয়ন গুহ। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, ২০১৯ সালে লোকসভা ভোটে হেরেছি এটা আমাদের লজ্জা, গ্লানি।  তবে লোকসভা ভোটের আগে,   দিনহাটায় আগে যা ভুল করেছি তা করেছি, এবার বদলা নিতে হবে। ২০২৪-এর আগে  বিজেপির নাম মুছিয়ে দেব দিনহাটায়৷ উদয়ন গুহ নিশীথ প্রামাণিকের নাম না করে বলেন, ভেটাগুড়ি দখল করে একজন দাদাগিরি করছে তাই ভেটাগুড়ি আগে দখল করতে হবে৷ প্রসঙ্গত, দিনহাটা সংহতি ময়দানে সোমবার বিকেলে দলের কর্মীদের নিয়ে বিজয়া সম্মিলনী  করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ৷ 

আরও পড়ুন

এদিকে উদয়ন গুহ যখন দিনহাটায় সভা করছেন তখন কোচবিহার শহর লাগোয়া খাগড়াবাড়িতে দলের অনুষ্ঠানে বিজেপির পুরনো কর্মীদের মঞ্চে তুলে সম্বর্ধনা দিলেন কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক৷ কেন্দ্রীয় মন্ত্রী জানান, তৃণমূল কংগ্রেসের লজ্জা থাকা না থাকা সমান। যে দলের নেতা-মন্ত্রীরা একের পর এক জেলমুখী সেখানে তাদের লজ্জা থাকা না থাকার কী আছে।  তৃণমূল কংগ্রেসের যারা লোক ঠকিয়েছে তাদের বিচার হবে। ২০২৪ এর নির্বাচনে  বাংলার মানুষ এর জবাব দেবে৷
 

Advertisement

Advertisement