নিউটাউন এলাকায় একজন রেস্তরাঁ মালিককে চড় মারলেন তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তী। শুক্রবার এই ঘটনা ঘিরে হইচই পড়ে যায় ওই এলাকায়। সোহম অবশ্য চড় মারার কথা স্বীকার করে নিয়েছেন। অভিনেতার দাবি, তাঁকে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ করেন রেস্তরাঁ মালিক। সেই কারণেই রাগের মাথায় তিনি চড় মেরেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর কমিশনারেটের টেকনোসিটি থানার পুলিশ।
জানা গিয়েছে, ওই রেস্তরাঁতেই শুটিং করছিলেন সোহম। এক সময় হোটেলের কর্মীদের সঙ্গে বিধায়কের কর্মীদের পার্কিং নিয়ে ঝামেলা হয়। খবর পেয়ে সোহম নীচে আসেন। তাঁর সঙ্গেও রেস্তরাঁ মালিকের উত্তপ্ত বাক্য় বিনিময় হয়। তারপরেই রেস্তরাঁ মালিককে কয়েকটি চড় মারেন সোহন। এসবের পর সোহম শুটিং বাতিল করে সেখান থেকে বেরিয়ে যান। রেস্তরাঁ মালিক বলেন, 'আমি তাঁকে শুটিং করতে দিয়েছিলাম, এর জন্য কোনও টাকা চাইনি। তাঁর অনেক গাড়ি পার্কিং এরিয়ায় রাখে। আমার অন্যান্য গ্রাহকরা সেখানে পার্ক করতে না পারাতে আমার লোকেরা তাদের গাড়িগুলি সরিয়ে দিতে বলেছিল। তখন বিধায়কদের নিরাপত্তা কর্মীরা বলেন সোহম একজন বিধায়ক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বন্ধু। আমি বলেছিলাম যে তিনি মোদীর বা অভিষেক বন্ধু হতেই পারেন, তাতে আমার কিছু যায় আসে না। হঠাৎ সোহম আমার মুখে ঘুষি মারেন এবং আমাকে লাথিও মেরেছেন।'
রেস্তরাঁ মালিককে চড় মারার কথা স্বীকার করেছেন সোহম। তিনি বলেন, 'নীচে একটা হাতাহাতির কথা শুনে আমি ছুটে নেমে এলাম। মালিক আমার কর্মীদের গালিগালাজ করছিল। তিনি আমাকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করেছেন। আমার মাথা গরম হয়ে যায়, তাই চড় মেরেছি।'