scorecardresearch
 

Trains Derailed: আবার উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত মালগাড়ি

উত্তরবঙ্গে ফের রেল দুর্ঘটনা। শুক্রবার সকালে মালদার কুমেদপুরে একটি তেলবোঝাই মালগাড়ির পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের কুমেদপুরে খুরিয়াল ও কুমেদপুর স্টেশনের মাঝামাঝি এ ঘটনা ঘটে।

Advertisement
মালদায় লাইনচ্যুত মালগাড়ি। সংগৃহীত ছবি মালদায় লাইনচ্যুত মালগাড়ি। সংগৃহীত ছবি
হাইলাইটস
  • উত্তরবঙ্গে ফের রেল দুর্ঘটনা।
  • শুক্রবার সকালে মালদার কুমেদপুরে একটি তেলবোঝাই মালগাড়ির পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে।

উত্তরবঙ্গে ফের রেল দুর্ঘটনা। শুক্রবার সকালে মালদার কুমেদপুরে একটি তেলবোঝাই মালগাড়ির পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের কুমেদপুরে খুরিয়াল ও কুমেদপুর স্টেশনের মাঝামাঝি এ ঘটনা ঘটে। এনজিপি থেকে কাটিহার যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে কাটিহার ডিভিশনের রেল কর্মকর্তারা পৌঁছেছেন এবং তদন্ত শুরু করেছেন।

গত কয়েক মাসে উত্তরবঙ্গে একাধিকবার রেল দুর্ঘটনা ঘটেছে। এর আগে, জুন মাসে রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, জুলাই মাসে উত্তর প্রদেশের গোন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেস এবং সম্পর্কক্রান্তি এক্সপ্রেস এবং চক্রধরপুর ডিভিশনে হাওড়া-সিএসএমটি মেল দুর্ঘটনার শিকার হয়েছে। এই ধারাবাহিক দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গের রেল পরিষেবা ব্যাহত হচ্ছে এবং যাত্রীদের যাতায়াতে বিঘ্ন ঘটছে। রেল কর্তৃপক্ষকে এই ধরনের দুর্ঘটনা রোধ করার জন্য দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি উঠেছে।

রেল সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত মালগাড়িটিকে প্রথমে কাটিহার স্টেশনে নিয়ে যাওয়া হবে। তার পর সেখান থেকে ট্রেনটিকে নিয়ে যাওয়া হবে নিউ জলপাইগুড়িতে। এই দুঘটনায় প্রভাব পড়েছে ট্রেন চলাচলে। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দেভা রত সামসি স্টেশনে এক ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে ছিল। অনুমান, উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের ট্রেন যোগাযোগ ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে। আটকে যেতে পারে আপ ও ডাউন কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ট্রেন-সহ একাধিক ট্রেন।

 

Advertisement