তাঁরা সম্পর্কে দুই জা। একই পরিবারের দুই ভাইয়ের স্ত্রী। সংসারে দুজনের গলায় গলায় ভাব। কিন্তু তাঁরা আবার একে অপরের প্রতিদ্বন্দ্বীও। তবে সেটা সংসারে নয়, রাজনীতির ময়দানে। কারণ তাঁরা দুজনেরই এবার ভোটের প্রার্থী।
আসানসোল পুরনিগম নির্বাচনে এবার সকলেরই নজর কেড়েছে ১০৫ নম্বর ওয়ার্ড। এইবার আসন সংরক্ষনের ১০৫ নম্বর ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত। আর ওই ওয়ার্ডে যুযুধান দুই প্রার্থী তৃণমূলের শুক্লা আচার্য ও বিজেপির ইন্দ্রাণী আচার্য সম্পর্কে দুই জা।
এই প্রসঙ্গে ছোট বউ শুক্লা জানাচ্ছেন, সংসারে তাঁদের মিলমিশ ভালই। তবে রাজনৈতিক ময়দানে বড় জা-কে এক ইঞ্চিও জমি ছাড়বেন না তিনি। অন্যদিকে আবার বড় বউ ইন্দ্রাণী জানাচ্ছেন, ছোট জা শুক্লাকে নিয়েই সংসারের খুটিনাটি দেখেন তিনি। কিন্তু সেটা বাড়িতে। নির্বাচনী লড়াইতে ছোট জা-ই এখন তাঁর প্রধান প্রতিপক্ষ।
প্রচারে বেরিয়ে পুরনিগমের কাজে তৃণমূলের ব্যর্থতাকেই তুলে ধরছেন ইন্দ্রাণী। পালটা শুক্লার আবার ভোটারদের কাছে আবেদন, বিজেপির কথায় ভুলবেন না। রাজ্যর উন্নয়ন একমাত্র করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই পুরনিগম নির্বাচনে তৃণমূলকে জিতিয়ে মুখ্যমন্ত্রীর হাতকে আরও শক্ত করুন । যদি ওই এলাকার একাংশের মানুষ অবশ্য বলছেন, যেই জিতুক ক্ষমতা যাবে সেই আচার্য পরিবারের হাতেই।