scorecardresearch
 

রেল লাইনে বসে মোবাইল গেমে মত্ত, অশোকনগরে ট্রেনে কাটা পড়ে মৃত ২ ছাত্র

ঠাকুরনগর থেকে শিয়ালদহগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ছাত্রে। ট্রেনের চালক রেললাইনের ওপর ওই দুজনকে দেখে ঘনঘন হর্ন বাজালেও কানে হেডফোন থাকায় তারা তা শুনতে পায়নি। যার জেরেই ঘটে যায় দুর্ঘটনা। খবর পেয়ে টুকরো টুকরো দেহাংশ উদ্ধার করে জিআরপি।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • রেল লাইনে গেম খেলার মাশুল
  • ট্রেনের ধাক্কায় ২ ছাত্রের মৃত্যু
  • অশোকনগরে শোকের ছায়া

কানে হেডফোন দিয়ে রেললাইনে বসে গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই ছাত্রের। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বনগাঁ-শিয়ালদহ শাখার অশোকনগর ও গুমা স্টেশনের মধ্যবর্তী কাঞ্চন পল্লী এলাকায়। মৃতদের নাম সিরূপন দে ও সৌভিক দাস। 

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ঠাকুরনগর থেকে শিয়ালদহগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ছাত্রে। ট্রেনের চালক রেললাইনের ওপর ওই দুজনকে দেখে ঘনঘন হর্ন বাজালেও কানে হেডফোন থাকায় তারা তা শুনতে পায়নি। যার জেরেই ঘটে যায় দুর্ঘটনা। খবর পেয়ে টুকরো টুকরো দেহাংশ উদ্ধার করে জিআরপি। 

এলাকাবাসীরা আরও জানাচ্ছেন, প্রতিনিয়তই ওই এলাকায় রেল লাইনের উপরে গেমের আসর বসায় অল্পবয়সী ছেলেরা। স্থানীয়রা আপত্তি জানালেও তাতে কর্ণপাত করে না তারা। ঠিক একইভাবে এদিনও রেল লাইনে বসে গেম খেলছিল ওই ছাত্ররা। তাদের লাইনে বসে গেম খেলতে দেখে স্থানীয় এক বাসিন্দা সতর্কও করেছিলেন। কিন্তু তারপরেও সচেতন না হওয়ায় ঘটে যায় এই দুর্ঘটনা। 

জানা গিয়েছে, সৌভিক দাস অশোকনগরের একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির পড়ুয়া এবং সিরূপন দে হাবড়ার প্রফুল্লনগর বিদ্যামন্দিরের দ্বাদশ শ্রেণির ছাত্র। তরতাজা দুটো প্রাণ অকালে ঝড়ে যাওয়ায় শোকের ছায়া গোটা এলাকায়। 


 

Advertisement