scorecardresearch
 

Visva Bharati University: শান্তিনিকেতন যাচ্ছেন? বিশ্বভারতীতে ঘুরতে অনেকটা বাড়ল এন্ট্রি ফি

বাঙালির অন্যতম প্রিয় বেড়ানোর জায়গা শান্তিনিকেতন। কাছেপিঠে ১-২ দিনের জন্য ঘুরতে যাওয়ার জন্য আদর্শ গন্তব্য বীরভূমের এই এলাকা। প্রায় সারাবছরই শান্তিনিকেতেনে পর্যটকদের আনাগোনা লেগে থাকে। শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এবার বিশ্বভারতী ঘুরতে গেলে পর্যটকদের বেশি টাকা খরচ করতে হবে। 

Advertisement
ছবি: সংগৃহীত। ছবি: সংগৃহীত।
হাইলাইটস
  • বাঙালির অন্যতম প্রিয় বেড়ানোর জায়গা শান্তিনিকেতন।
  • শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।
  • বিশ্বভারতী ঘুরতে গেলে পর্যটকদের বেশি টাকা খরচ করতে হবে। 

বাঙালির অন্যতম প্রিয় বেড়ানোর জায়গা শান্তিনিকেতন। কাছেপিঠে ১-২ দিনের জন্য ঘুরতে যাওয়ার জন্য আদর্শ গন্তব্য বীরভূমের এই এলাকা। প্রায় সারাবছরই শান্তিনিকেতেনে পর্যটকদের আনাগোনা লেগে থাকে। শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এবার বিশ্বভারতী ঘুরতে গেলে পর্যটকদের বেশি টাকা খরচ করতে হবে। 

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রবীন্দ্রভবন বা উত্তরায়ন ঘুরে দেখতে চান সব পর্যটকই। এবার এই জায়গা ঘুরে দেখতে হলে দ্বিগুণ খরচ করতে হবে পর্যটকদের। 

রবীন্দ্রভবন বা উত্তরায়ণ ঘুরে দেখার জন্য এন্ট্রি ফি বাড়ানো হল। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। ১ অগস্ট থেকে নতুন ফি কার্যকর করা হবে। 

আরও পড়ুন

রবীন্দ্র ভবন ঘুরে দেখার জন্য আগে পড়ুয়াদের থেকে নেওয়া হত মাথাপিছু ১০ টাকা। সার্কভুক্ত দেশগুলির নাগরিকদের থেকে নেওয়া হত ৩০০ টাকা। সার্কভুক্ত ছাড়া দেশগুলির পর্যটকদের জন্য নেওয়া হত মাথাপিছু ৫০০ টাকা। আর ভারতীয় পর্যটকদের জন্য নেওয়া হত ৭০ টাকা। 

বিশ্বভারতীর বিজ্ঞপ্তি।
বিশ্বভারতীর বিজ্ঞপ্তি।

নতুন এন্ট্রি ফি অনুযায়ী, পড়ুয়াদের ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হয়নি। পড়ুয়ারা পরিচয়পত্র-সহ ১০ টাকায় রবীন্দ্র ভবন ঘুরে দেখতে পারবেন। তবে অন্য ক্ষেত্রে দাম বেড়েছে। ভারতীয় পর্যটকদের এবার দিতে হবে ১০০ টাকা। সার্কভুক্ত দেশগুলির পর্যটকদের দিতে হবে ৫০০ টাকা। আর সার্কভুক্ত নয়, এমন দেশের পর্যটকদের দিতে হবে মাথাপিছু ১ হাজার টাকা। 

রবীন্দ্র ভবন সংগ্রহশালায় বিভিন্ন ঐতিহ্যবাহী সামগ্রী রাখা রয়েছে। তা দেখতে রোজ প্রচুর পরিমাণে পর্যটক ভিড় জমান। এন্ট্রি ফি বিশ্বভারতীর তহবিল বৃদ্ধির অন্যতম বড় মাধ্যম। 

অন্য দিকে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ঘিরে নানা সময় বিতর্ক তৈরি হয়েছে। বিশ্বভারতীর জমি নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিবাদ ঘিরে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। 

Advertisement

Advertisement