scorecardresearch
 

রাজনাথ সফরেই BBC-র বিতর্কিত তথ্যচিত্র স্ক্রিনিং বিশ্বভারতীতে, প্রতিবাদে BJP

আজ সন্ধ্যায় বোলপুর-শান্তিনিকেতনে পৌঁছানোর কথা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের। শুক্রবার সকালে নির্ধারিত সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁদের। আর রাজনাথের এই সফরে মাঝেই বিবিসির-র বিতর্কিত ওই তথ্যচিত্রটি স্ক্রিনিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

Advertisement
বিশ্বভারতীতে দেখান হবে বিবিসি-র ডকুমেন্টরি বিশ্বভারতীতে দেখান হবে বিবিসি-র ডকুমেন্টরি
হাইলাইটস
  • বিশ্বভারতীতে আসছেন রাজনাথ সিং
  • উপস্থিত থাকবেন সমাবর্তনে
  • বিবিসি-র বিতর্কিত তথ্যচিত্র স্ক্রিনিংয়ের সিদ্ধান্ত পড়ুয়াদের

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh) সফরের সময়ই বিশ্বভারতীতে (Visva Bharati University) চালান হবে বিবিসি-র বিতর্কিত ডকুমেন্টরি 'ইন্ডিয়; দ্য মোদি কোয়েশ্চেন'। এমনটাই পরিকল্পনা করেছেন বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশ। যদিও এই সিদ্ধান্তের সমালোচনা করেছে বিজেপি। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীকে অপামান করার জন্যই এই পরিকল্পনা বলে অভিযোগ গেরুয়া শিবিরেরে। 

আজ সন্ধ্যায় বোলপুর-শান্তিনিকেতনে পৌঁছানোর কথা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের। শুক্রবার সকালে নির্ধারিত সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁদের। আর রাজনাথের এই সফরে মাঝেই বিবিসির-র বিতর্কিত ওই তথ্যচিত্রটি স্ক্রিনিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিতর্কিত ওই ডকুমেন্টরি স্ক্রিনিং করতে আগ্রহী ডিএসএ। এর জন্য ইতিমধ্যেই প্রচারও শুরু করেছে তারা। যদিও পুলিশের তরফে ডকুমেন্টরি স্ক্রিনিংয়ের কোনও অনুমতি দেওয়া হয়নি। এমনকী সেটি স্ক্রিনিং না করার জন্য ডিএসএ সদস্যদের সতর্কও করা হয়েছে। 

আজ সন্ধ্যে ৬টা নাগাদ বিশ্বভারতীর ক্যাম্পাসের ভিতরে রতনপল্লী নিমতলা ঘাটে বিবিসি ডকুমেন্টারি স্ক্রিনিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। সমাবর্তন অনুষ্ঠানস্থল থেকে এই জায়াগাটি ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত। এই প্রসঙ্গে ডিএসএ নেতারা জানাচ্ছেন, প্রতিরক্ষা মন্ত্রী বিশ্বভারতীতে আসছেন শুনে তাঁরা মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে নীরব প্রতিবাদ জানাতে ডকুমেন্টারিটি স্ক্রিনিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে পড়ুয়াদের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে গেরুয় শিবির। বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা কার্যত বলেন, 'প্রতিরক্ষা মন্ত্রীর সফরের সময় শুধুমাত্র তাঁকে অপমান করার জন্য ছাত্র সংগঠনের মাওপন্থী শাখার সদস্যরা ইচ্ছাকৃতভাবে এই স্ক্রিনিংয়ের পরিকল্পনা করেছে'। তিনি আরও বলেন, 'এই নকল বামপন্থীরা এই ডকুমেন্টারি নিয়ে নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়েও একই রকম তাণ্ডব তৈরি করার চেষ্টা করেছিল। তবে, ভারতের জনগণ তাঁদের বিশ্বাস করে না এবং তাঁরা জনগণের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।' 

প্রসঙ্গত, ২০০২ সালের গুজরাত দাঙ্গা এবং সেই সময় নরেন্দ্র মোদীর ভূমিকা (BBC Documentary On Modi) নিয়ে তৈরি বিবিসির-র ডকুমেন্টরি 'ইন্ডিয়; দ্য মোদি কোয়েশ্চেন' (India; The Modi Question) নিয়ে সাম্প্রতিককালে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। সেই ডকুমেন্টরির তীব্র সমালোচনা করে সরকার।  

Advertisement

আরও পড়ুন - উচ্চ মাধ্যমিক পাশে ২৫ হাজার টাকা দিচ্ছে সরকার, দুর্দান্ত স্কলারশিপ, রইল আবেদনের LINK

 

Advertisement