পুজোর আগে রাজ্যে মনোরম আবহাওয়া থাকবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী তিন থেকে চারদিন দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। শুধুমাত্র উপকূলীয় অঞ্চলগুলিতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা থাকছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু দিনের মধ্যে বাংলা থেকে বিদায় নিতে চলেছে বর্ষা।
দক্ষিণবঙ্গে শনিবার মহালয়ার দিন পরিষ্কার আকাশ থাকবে। ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। আপাত আদ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে। কয়েকদিনে দুই বঙ্গের দিনের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। কয়েকদিন পর থেকে কমতে পারে রাতের তাপমাত্রা।
উত্তরবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পঙের পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন। কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে আরও ৪৮ ঘন্টা। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ থাকতে পারে ৫০ থেকে ৯৩ শতাংশ।