scorecardresearch
 

WB Weather & Rain Alert: আজ থেকে মৎস্যজীবীদের জন্য সতর্কতা, নিম্নচাপের প্রভাবে কবে বাংলায় ভারী বৃষ্টি?

জুলাই শেষ হতে চলল, এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি চলছেই। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, তা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। এই আবহে ওড়িশা উপকূলে নতুন করে নিম্নচপের ভ্রুকুটি। তার প্রভাব কি বঙ্গে বাড়বে ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে। হাওয়া অফিস বলছে, বুধবার থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

Advertisement
কবে থেকে ঝেঁপে বৃষ্টি কলকাতায়? কবে থেকে ঝেঁপে বৃষ্টি কলকাতায়?

জুলাই শেষ হতে চলল, এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি চলছেই। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, তা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। এই আবহে ওড়িশা উপকূলে নতুন করে নিম্নচপের ভ্রুকুটি। তার প্রভাব কি বঙ্গে বাড়বে ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে। হাওয়া অফিস বলছে, বুধবার থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের কী পরিস্থিতি?
আবহাওয়া দফতর সূত্রে খবর, নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ সংলগ্ন উপকূলে। ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেই ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে মৌসুমী অক্ষরেখা এখনও বাংলার ওপরে অবস্থান করছে না। অন্যদিকে গুজরাতের কচ্ছ সংলগ্ন এলাকায় এবং মধ্যপ্রদেশের  বিদর্ভ ছত্তীশগড় সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে আরেকটি ঘূর্ণাবর্ত।

উত্তরবঙ্গে বৃষ্টি চলবে
উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঘুরিয়ে ফিরিয়ে ভারী বৃষ্টি চলবে আগামী পাঁচদিন ধরে। বুধবার অর্থাৎ আজকে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।বৃহস্পতিবার ও শুক্রবারও আপাতত উত্তরবঙ্গের ৩ জেলা জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ২৯ জুলাই শনিবার কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি ছয় জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই
 বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে।

Advertisement

কলকাতার আবহাওয়া অপরিবর্তিত
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তবে সার্বিক ভাবে বৃষ্টির পরিমাণ কমবে। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী পাঁচ সাত দিনে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। 

মৎস্যজীবীদের জন্য সতর্কতা
আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তা জারি করা হয়েছে। জানান হয়েছে, পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যে কারণে মৎস্যজীবীদের  আজ থেকে শুক্রবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।


 

 
 

 

 

Advertisement