মাঝে কয়েক দিনের বিরতি। বঙ্গে ফের ঘুরে দাঁড়াচ্ছে গরম। আবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। ফলে ফের ফিরছে অস্বস্তিকর গরম। বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও। অন্য দিকে, গরমের মধ্যেও কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে।
বাড়বে গরম
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩-৪ দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে
তাপমাত্রা ৩-৪ ডিগ্রি করে বাড়বে। উত্তরের জেলাগুলিতেও আগামী ৩-৪ দিনে ৩-৪ ডিগ্রি করে বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা।
ফের তাপপ্রবাহের সতর্কতা
হাওয়া অফিস জানিয়েছে, শনি এবং রবিবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের কোথাও কোথাও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। বাকি জেলায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
কলকাতায় কত তাপমাত্রা?
হাওয়া অফিস জানিয়েছে, বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রির কাছে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ২৮.১ ডিগ্রি সেলসিয়াসে,যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং ন্যূনতম ৪৮ শতাংশ।
কোন কোন জেলায় বৃষ্টি?
হাওয়া অফিস সূত্রে খবর, আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। অন্য দিকে, উত্তরবঙ্গের সব জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। শনি, রবি, সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম এবং মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় বৃষ্টি হতে পারে।
কবে আসছে বর্ষা?
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী ১৯ মে-র মধ্যেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং বঙ্গোপসাগরের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকবে। ওই অঞ্চলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢোকার স্বাভাবিক সময় ২২ মে। অর্থাৎ, ৩ দিন আগেই পা রাখছে বর্ষা। অন্য দিকে, দেশের মধ্যে কেরলে সবার আগে বর্ষা ঢোকে। দক্ষিণের এই রাজ্যে বর্ষা আসার স্বাভাবিক সময় ১ জুন। এবার কেরলে জুনের প্রথম সপ্তাহেই বর্ষা ঢুকতে পারে বলে আশা করা হচ্ছে। বঙ্গোপসাগরে বর্ষা আসার অনুকূল পরিবেশ তৈরি হবে। বাংলায় বর্ষা আসার স্বাভাবিক সময় ৬-৭ জুন। এ রাজ্যে উত্তরবঙ্গে প্রথমে বর্ষা ঢোকে। তবে বাংলায় এবার ঠিক কোন তারিখে বর্ষা আসবে, তা এখনও জানানো হয়নি।