scorecardresearch
 

Bengal Rain Weekly Weather Report: বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, এই সপ্তাহে কবে থেকে ভারী বৃষ্টি বাংলায়?

দিন কয়েক রোদ বৃষ্টির খেলায় খানিকটা হলেও কলকাতায় কমেছে ভ্যাপসা গরম। তবে জুলাইয়ের শেষ সপ্তাহে এসেও কমছে না বৃষ্টির ঘাটতি। এই আবহতে জুলাইয়ের শেষের কদিন কেমন থাকবে আবহাওয়া? তাই নিয়ে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

দিন কয়েক রোদ বৃষ্টির খেলায় খানিকটা হলেও কলকাতায়  কমেছে ভ্যাপসা গরম। তবে জুলাইয়ের শেষ সপ্তাহে এসেও কমছে না বৃষ্টির ঘাটতি। এই আবহতে জুলাইয়ের শেষের কদিন কেমন থাকবে আবহাওয়া? তাই নিয়ে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে এই মুহূর্তে দুটি ঘূ্র্ণাবর্ত ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে। একটি রয়েছে দক্ষিণ ওড়িশা ও সংলগ্ন এলাকার ওপরে। আর অপরটি রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপরে। দ্বিতীয় ঘূর্ণাবর্ত থেকে ২৪ ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনার রয়েছে।  হাওয়া অফিসের পূর্বাভাস, ২৪ জুলাই সোমবার নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় এই নিম্নচাপ হওয়ার সম্ভবনা। মৌসুমী অক্ষরেখা জয়সলমীর থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন।  হাওয়া অফিস জানিয়েছে, আগামী চার-পাঁচ দিন গোটা রাজ্যেই ভারী না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আছে। যদিও এতে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।


জুলাইয়ের শেষ সপ্তাহে উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরবঙ্গের ৩ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ও বুধবার আপাতত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে  বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে।  শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন

দক্ষিণবঙ্গের পরিস্থিতি
 সোমবার  দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে এবং হচ্ছে। তবে কোনও জায়গাতেই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী না হলেও, স্বল্প সময়ের জন্য ভারী বৃষ্টি হতে দেখা যাচ্ছে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই জুলাইয়ের শেষ সপ্তাহে হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস বলছে ২৬ তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ২৭ তারিখের পর থেকে এই বৃষ্টির সম্ভাবনা কিছু পরিমাণ বাড়বে।

Advertisement

কলকাতার আবহাওয়া
উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও আপাতত দিনের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তনের  সম্ভাবনা নেই। সোমবার বিকেলে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি।

TAGS:
Advertisement