'এক মিনিটের মধ্যেই খেলা শেষ হয়ে যাবে, ভারতকে ছোট করে দেখবেন না।' বারবার বাক্যবাণে বিদ্ধ করা মিঠুন চক্রবর্তী এবার মুখ খুললেন রাজ্যে একের পর এক জঙ্গি আটকের ঘটনায়। পশ্চিমবঙ্গ বর্তমানে সন্ত্রাসবাদীদের নিরাপদ স্বর্গরাজ্য হয়ে উঠছে বলে তাঁর মন্তব্য। জঙ্গি ধরা পড়ার ঘটনায় রাজ্য সরকারকে এক হাত নিলেন বিজেপি নেতা।
পাশাপাশি, এদিন এও বলেন, "আমি সংস্থার সঙ্গে ১০০% সন্তুষ্ট নই"। মিঠুন চক্রবর্তী তাঁর প্রতিষ্ঠানের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। সেখানেই নিজের সংগঠন নিয়ে অসন্তোষও প্রকাশ করেন তিনি।
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার এবং ভারতকে দেওয়া সতর্কতা সম্পর্কে বাংলাদেশকে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর পাল্টা সতর্কতা। বলেন, "এটা আমাদের জন্য গর্বের বিষয় যে, আমরা জোর গলায় বলতে পারি আমাদের রাজ্যে জঙ্গিরা প্রশিক্ষিত হয়েছে।"
এদিন সংগঠন নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, "একজন কর্মীকে যখন কোনA পদ বা দায়িত্ব দেওয়া হয় তখন অন্য একজন কর্মী তাঁর ক্ষতি করার চেষ্টা করে। দলে দলের প্রতি ভালোবাসা কম থাকায় নেতা-কর্মীরা কিছু অর্জনের আকাঙ্ক্ষা বেশি দেখাচ্ছেন।"
প্রসঙ্গত, রবিবার জম্মু ও কাশ্মীরের এক জঙ্গি ক্যানিংয়ে ধরা পড়ে। কাশ্মীর পুলিশ এবং রাজ্য পুলিশের এসটিএফের যৌথ অভিযান চালিয়ে জাভেদ মুন্সি নামে ওই জঙ্গিকে গ্রেফতার করে। সে তেহরিক-উল- মুজাহিদিন নামে জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা। ওই জঙ্গির বাড়ি কাশ্মীরের শ্রীনগরে। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের দুই সদস্যকে গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছে মুর্শিদাবাদ থেকে । হরিহরপাড়া থেকে গ্রেফতার করা হয় মিনারুল শেখ ও মহম্মদ আব্বাস আলিকে। একের পর এক জঙ্গি গ্রেফতারে উত্তাল গোটা বাংলা।