উপনির্বাচনে বাংলায় তৃণমূলের জয়জয়কার। রাজ্যের ৬ বিধানসভা উপনির্বাচনের ফলেই এগিয়ে রয়েছে বাংলার শাসকদল। যার মধ্যে বিশেষ ভাবে নজর কেড়েছে উত্তরবঙ্গের মাদারিহাট কেন্দ্রের উপনির্বাচনের ফল। গণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, মাদারিহাট কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন ঘাসফুল প্রার্থী। এই প্রথম বার মাদারিহাটে জোড়াফুল ফুটতে চলেছে। যা সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে আলাদা মাত্রা যোগ করল।
গণনার ট্রেন্ড অনুযায়ী, মাদারিহাট কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পো। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী রাহুল লোহার। মাদারিহাটের ফলাফল রাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্য পেয়েছে। ১৩ বছর বাংলায় ক্ষমতায় থাকলেও এই কেন্দ্রে কখনওই জিততে পারেনি তৃণমূল। এই প্রথমবার সেখানে জয়ের মুখ দেখতে চলেছে বাংলার শাসকদল।
২০১৬ ও ২০২১ সালে বিধানসভা নির্বাচনে মাদারিহাট কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপির মনোজ টিগ্গা। চলতি বছরে লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্রে পদ্ম প্রতীকে লড়ে জয়ী হন মনোজ। সাংসদ হওয়ায় মাদারিহাট বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়। আর উপনির্বাচনে বাজিমাৎ করল তৃণমূল।
১৯৬৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত উত্তরবঙ্গের এই কেন্দ্রটি ছিল বাম শরিক আরএসপির। ২০১১ সালে পরিবর্তনের সময় মাদারিহাট কেন্দ্রটি দখল করে বিজেপি। তবে কখনওই তৃণমূল জয় পায়নি। এই প্রথমবার সেখানে জয়ের মুখ দেখতে চলেছে জোড়াফুল শিবির।
কয়েক মাস আগেই আরজি করকাণ্ডে উত্তাল হয়েছিল রাজ্য। তৃণমূল সরকারকে ঘিরে জনতার একাংশে ক্ষোভও সঞ্চারিত হয়েছিল। আরজি করকাণ্ডে বেনজির প্রতিবাদের পর উপনির্বাচন ছিল বড় পরীক্ষা। আর তাতে ফের অপ্রতিরোধ্য বাংলার শাসকদল। ৬ উপনির্বাচনেই এগিয়ে রয়েছে তৃণমূল।