scorecardresearch
 

Winter Forecast in Bengal: আরও উর্ধমুখী শহরের তাপমাত্রা, বর্ষবরণে জাঁকিয়ে শীত নাকি উষ্ণ কলকাতা? জেনে নিন

বড়দিনে স্বাভাবিকের ওপরে ছিল সর্বনিম্ন তাপমাত্রা। চিত্র পাল্টাল না পরের দিনও। মঙ্গলবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। আগামী কয়েকদিন পরিস্থিতি বদলাবে না বলেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। স্বাভাবিক ভাবেই বাঙালির মনে প্রশ্ন জাগছে, তাহলে কি নববর্ষের শুরুতে শীত ফিরবে বঙ্গে? চলুন জেনে নেওয়া যাক কী বলছে হাওয়া অফিস।

Advertisement
Winter Forecast in Bengal Winter Forecast in Bengal


বড়দিনে স্বাভাবিকের ওপরে ছিল সর্বনিম্ন তাপমাত্রা। চিত্র পাল্টাল না পরের দিনও। মঙ্গলবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। আগামী কয়েকদিন পরিস্থিতি বদলাবে না বলেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। স্বাভাবিক ভাবেই বাঙালির মনে প্রশ্ন জাগছে, তাহলে কি নববর্ষের শুরুতে শীত ফিরবে বঙ্গে? চলুন জেনে নেওয়া যাক কী বলছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে
এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য তেমন কোন ওয়েদার সিস্টেম নেই। বৃষ্টিপাতেরও তেমন কোন সম্ভাবনা নেই। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায়, পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস ঢুকতে পারছে না, বাধা পাচ্ছে। তার ফলে পশ্চিমবঙ্গের  সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি চলছে। আগামী এক সপ্তাহ এমনটাই চলবে। এর ফলে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই, শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই। রাতের তাপমাত্রা সর্বনিম্ন ১৬ ডিগ্রির কাছাকাছি ও দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২৬ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ৩ থেকে ৪ ডিগ্রি  স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা রয়েছে।

কুয়াশার দাপট থাকবে
গত দু'দিনের মতো এদিনও সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মুড়ে রয়েছে কলকাতা। বছর শেষের কয়েক দিনও কুয়াশার পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আগামী কয়েক দিন শহর এবং শহরতলিতে একই ভাবে কুয়াশার পূর্বাভাস রয়েছে। আগামী তিন দিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে কলকাতার পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রা বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোনও না কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গেও মঙ্গলবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচ দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আরও পড়ুন

Advertisement

কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস বলছে, কনকনে শীত আপাতত অধরাই থাকছে। তবে কুয়াশা মাখা হাল্কা শীতের আমেজে উপভোগ্য আবহাওয়া থাকবে। 

নতুন বছরে কনকনে ঠান্ডা ফিরবে?
শুধু কলকাতা নয়, জেলাগুলিতেও ঠান্ডার অনুভূতি আগের থেকে কমেছে। জেলার বিভিন্ন প্রান্তের তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। আবহবিদরা বলছেন, এখনই শীত ফেরার সম্ভাবনা কম। আগামী কয়েকদিন ঠান্ডা একই রকম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।  বর্ষশেষ, বর্ষবরণ, এমনকী নতুন বছরের প্রথম কয়েকদিনেও ঠান্ডা ফেরার সম্ভাবনা নেই। জানুয়ারির প্রথম ৪-৫ দিন পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে। আর ঝঞ্ঝা থাকাকালীন উত্তুরে-পশ্চিমী বাতাস কম ঢুকতে পারবে রাজ্যে। বাড়বাড়ন্ত থাকবে জলীয় বাষ্পের। যার ফলে  পারদ নামার সুযোগ পাবে না।

Advertisement