এবার থেকে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত হচ্ছে স্কুলগুলি। নতুন শিক্ষানীতিতে এমনটাই সিদ্ধান্ত হতে চলেছে বলে সূত্রের খবর। তার জন্য সব জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দ্রুতই এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে খবর জেলাভিত্তিক ক্লাস্টার গড়ছে শিক্ষা দফতর। প্রত্যেকটি জেলায় থাকবে একটি করে হাব। গোটা রাজ্যে ২০টি হাব তৈরি করা হবে বলে সূত্রের খবর। কোনও বড় কলেজ বা স্কুলকে এই হাব হিসাবে বেছে নেওয়া হবে বলে জানা যাচ্ছে। ওই হাব কলেজ থেকে পরিচালিত হবে স্কুল ও ওই এলাকার কলেজ।
এই ২০টি হাবের অধীনে ১০৩টি শিক্ষা প্রতিষ্ঠান থাকবে। যার মধ্যে স্কুল, কলেজ দুই থাকতে পারে বলে জানা যাচ্ছে। রাজ্য শিক্ষানীতি অনুযায়ী, বিদ্যালয়ের পড়ুয়াদের উচ্চশিক্ষার পাঠের ধারণা আগেভাগেই দিতে এই উদ্যোগ। এমনই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সংবাদমাধ্যমকে বলেন, “উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে স্কুলগুলির সমন্বয় সাধন করতেই এই উদ্যোগ। আজ জেলাশাসকদের সঙ্গে কথা হয়েছে। সমন্বয় সাধনের কাজটা জেলাশাসকরাই করবেন। তাঁদের সঙ্গে যোগাযোগ রাখবে শিক্ষা দফতর। তাঁদের পারস্পারিক বোঝাপড়ার মধ্য দিয়ে গোটা প্রক্রিয়াটি এগিয়ে যাবে।”