scorecardresearch
 

West Bengal Government Job: ১ লক্ষ ২৫ হাজার রাজ্য সরকারি চাকরি, কোন পদে কত নিয়োগ? বিস্তারিত

এই সব নিয়োগ এক বছরের মধ্যেই হবে বলে জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বিরোধীদের কটাক্ষ করে মমতা বললেন, 'চাকরি দেওয়ার ক্ষমতা নেই। শুধু চাকরি বাতিল করা আর চাকরি বাধা দেওয়া, এটা দয়া করে কোনও রাজনৈতিক নেতারা করবেন না।'

Advertisement
পশ্চিমবঙ্গ সরকারের চাকরি পশ্চিমবঙ্গ সরকারের চাকরি
হাইলাইটস
  • বিভিন্ন পদে মোট ১ লক্ষ ২৫ হাজার কর্মী
  • প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করা হবে ১১ হাজার।
  • রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ২ হাজার ২০০ অধ্যাপক নিয়োগ

West Bengal Government Recruitment: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মুখে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ অর্থাত্‍ মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী জানালেন, রাজ্য সরকার বিভিন্ন পদে মোট ১ লক্ষ ২৫ হাজার কর্মী (West Bengal Government Job) নিয়োগ করতে চলেছে। 

মমতার কথায়, 'আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে ঠিক করেছি, দু একমাসের মধ্যেই প্রসেস শুরু হয়ে যাবে, আরও ১ লক্ষ ২৫ হাজার মতো বিভিন্ন দফতরে কর্মী নিয়োগ করব। রাজ্য সরকার নতুন কর্মী নিয়োগের উপরে ব্যাপক জোর দিচ্ছে। আমরা দ্রুত এই নিয়োগ সম্পন্ন করতে বদ্ধপরিকর।' একনজরে জেনে নেওয়া যাক রাজ্য সরকারের কোন পদে কত কর্মী নিয়োগের কথা জানালেন মুখ্যমন্ত্রী।

-- একবছরে মোট ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করছে রাজ্য সরকার।
-- প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করা হবে ১১ হাজার।
-- ১৪ হাজার ৫০০ উচ্চ মাধ্যমিকে শিক্ষক নিয়োগ করা হবে।
-- রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ২ হাজার ২০০ অধ্যাপক নিয়োগ।
-- পুলিশের বিভিন্ন পদে নিয়োগ করা হবে ২০ হাজার কর্মী। প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
-- ৩ হাজার এক্সাইজ কনস্টেবল নিয়োগ করা হবে।
-- রাজ্য সরকারের গ্রুপ ডি পদে ১২ হাজার কর্মী নিয়োগ করা হবে।
-- রাজ্য সরকারের গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে ৩ হাজার কর্মী।
-- স্বাস্থ্য দফতরে ২ হাজার ডাক্তার নিয়োগ করা হবে।
-- ৭ হাজার নার্স নিয়োগ করা হবে।
-- কমিউনিটি হেল্থ ওয়ার্কার ২ হাজার এবং ৭ হাজার আশা কর্মীও নিয়োগ হবে।
--  সমাজকল্যাণ দফতরে শীঘ্রই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে ৯ হাজার ৪৯৩ জনকে নিয়োগ করা হচ্ছে। 
--  অঙ্গনওয়াড়ি হেল্পার পদে ১৩ হাজার ৯২৬ জনকে নিয়োগ।
-- এছাড়াও রাজ্য সরকারের আরও বিভিন্ন পদে ১৭ হাজার জন কর্মী নিয়োগ

Advertisement

এই সব নিয়োগ এক বছরের মধ্যেই হবে বলে জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বিরোধীদের কটাক্ষ করে মমতা বললেন, 'চাকরি দেওয়ার ক্ষমতা নেই। শুধু চাকরি বাতিল করা আর চাকরি বাধা দেওয়া, এটা দয়া করে কোনও রাজনৈতিক নেতারা করবেন না।' তাঁর বক্তব্য, '২০১১ সালের পরে আপনারা জানেন, অনেক প্রজেক্ট হয়েছঠে, অনেক ইনফ্রাস্ট্রাকচার হয়েছে। চাষিদের ইনকাম ৩ ভাগ বাড়া থেকে শুরু করে দেউচা পাঁচামি, আসানসোল, দুরগাপুর সেল গ্যাস, অশোকনগরে তেল প্রকল্প, অমৃতসর ডানকুনি করিডর, পুরুলিয়া রঘুনাথপুরে জঙ্গলসুন্দর কর্মনগরী, নিউটাউনে সিলিকন ভ্যালি, বানতলায় এশিয়ার বৃহত্তম চর্ম নগরী, তাজপুরে গভীর বন্দর, ল্যান্ড ব্যাঙ্ক -- সব কিছুই আমরা করেছি।'

Advertisement