মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল। সূত্র মারফৎ এই খবর জানা গিয়েছে। সূত্রের দাবি, ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রীর কাছ থেকে জানতেও চেয়েছেন রাজ্যপাল।
প্রসঙ্গত, শনিবার রাতে বেলডাঙায় দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে। যার জেরে একাধিক বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। অগ্নিসংযোগ করা হয় বলেও অভিযোগ ওঠে। রেল অবরোধ চলে। পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হয় পুলিশের বিশাল বাহিনী। ওই এলাকায় বন্ধ করা হয় ইন্টারনেট পরিষেবা। সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল। এক সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে অবিলম্বে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল। উনি খুবই উদ্বিগ্ন।' বেলডাঙার ঘটনার জেরে সব কর্মসূচি বাতিল করেছেন রাজ্যপাল বোস। রাজভবন থেকে পরিস্থিতির দিকে নজর রাখছেন তিনি। সূত্রের দাবি, পরিস্থিতি অনুযায়ী মঙ্গলবার বেলডাঙা যেতে পারেন রাজ্যপাল।
বেলডাঙার ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি নেতা অমিত মালব্য লিখেছেন যে, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নীরব দর্শক।' বেলডাঙায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে রাজ্যপালকে ইমেল করেছেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী। অন্য দিকে, তৃণমূল নেতা তন্ময় ঘোষ বলেছেন, 'শান্ত বাংলাকে অশান্ত করার সব চক্রান্ত রুখে দেবে মানুষ।' এলাকায় দ্রুত শান্তি ফেরাতে পুলিশ-প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।