শুক্রবার সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতা এবং জেলায়। এবং বিরামহীন। ঝিরঝিরে বৃষ্টি চলছেই। যার জেরে কলকাতার কোনও কোনও রাস্তায় জল জমেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার দিনভর বৃষ্টি হতে পারে কলকাতা-সহ বিভিন্ন জেলায়। এই বৃষ্টি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।
গোরক্ষপুর, পাটনা, বাঁকুড়া, দীঘা এবং সেখান থেকে দক্ষিণ-পূর্ব দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের মধ্য দিয়ে মৌসুমী বায়ু ঢুকছে। এবং একটি ঘূর্ণিঝড় উত্তর বাংলাদেশ ও প্রতিবেশী এলাকায় রয়েছে। ফলে বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আর্দ্রতা বয়ে আসছে বাংলায়। ফলে আগামী দু'দিন বৃষ্টি চলবে।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার প্রভাবেই বৃষ্টি চলছে। বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। বৃষ্টির প্রভাবে নিচু এলাকা জলমগ্ন হতে পারে বলে আশঙ্কা। কলকাতায় এজেসি বোস রোডের কাছে ক্যামাক স্ট্রিটের একাংশে জল জমেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় জারি থাকছে কমলা সতর্কতা। সেইসঙ্গে কিছু জেলায় লাল সতর্কতাও জারি করা হয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় শুক্রবার সারাদিনে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। এছাড়া কোচবিহার ও দার্জিলিং জেলায় বৃষ্টি হতে পারে ১০০ মিলিমিটার পর্যন্ত। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হতে পারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃষ্টি। রবিবার থেকে কিছুটা কমবে বৃষ্টি।
বৃহস্পতিবার সন্ধ্যার পরে দফায় দফায় বৃষ্টি হয়েছে কলকাতা এবং সংলগ্ন এলাকায়। রাতেও বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন অংশে। বৃষ্টির জেরে তাপমাত্রাও অনেকটাই নেমেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে।