আজ, শুক্রবার রাজ্যের বাকি অংশেও ঢুকে গেল বর্ষা। এদিন দুপুরে আলিপুর আবহাওয়া দফতর একথা জানিয়েছে। মাঝপথে নাকি প্রায় ৫ দিন ধরে আটকে ছিল মৌসুমী বায়ু। অবশেষে অপেক্ষার অবসান। ১ সপ্তাহেরও বেশি দেরি করে শেষমেশ দক্ষিণবঙ্গে ঢুকল বর্ষা (Monsoon enters South Bengal)।
এদিন সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে কলকাতায়। কিছুটা কমেছে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি। তারইমধ্যে সুখবর দিল আবহাওয়া দফতর। জানানো হল, গোটা রাজ্যেই বর্ষা ঢুকে গেছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আগামী ক'য়েকদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। গত কয়েকদিন ধরেই হালকা বৃষ্টি চলছে জেলায় জেলায়। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে শুক্রবারও। তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। রবিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।
রবিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। তবে উত্তরবঙ্গের মতো ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কম। উত্তরবঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় হলেও দক্ষিণবঙ্গে এখনও সক্রিয় হয়নি বলেই খবর। কবে হবে সে বিষয়েও এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ধসের সম্ভাবনা রয়েছে।