scorecardresearch
 

West Bengal Monsoon Update: আগামী কয়েক ঘণ্টায় ৬ জেলায় বৃষ্টি, চলতি সপ্তাহে আপনার জেলায় কী পূর্বাভাস?

আষাঢ় মাস প্রায় শেষ হতে চলল। ভরা বর্ষার দেখা নেই। রাজ্যে বর্ষা ঢোকার পর থেকে দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হচ্ছে। এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সোমবার আলিপুর আবহাওয়া দফতর আগামী ৭ দিনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

Advertisement
জল জমেছে কলকাতার বহু রাস্তায়। ফাইল ছবি জল জমেছে কলকাতার বহু রাস্তায়। ফাইল ছবি
হাইলাইটস
  • আষাঢ় মাস প্রায় শেষ হতে চলল। ভরা বর্ষার দেখা নেই।
  • রাজ্যে বর্ষা ঢোকার পর থেকে দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হচ্ছে।

আষাঢ় মাস প্রায় শেষ হতে চলল। ভরা বর্ষার দেখা নেই। রাজ্যে বর্ষা ঢোকার পর থেকে দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হচ্ছে। এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সোমবার আলিপুর আবহাওয়া দফতর আগামী ৭ দিনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

এদিন দুপুরে হাওয়া অফিস জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ১৫টি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মূর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ওই জেলাগুলিতে বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে।

তবে উত্তরবঙ্গের পরিস্থিতি উল্টো। সেখানে প্রবল বৃষ্টি হচ্ছে। আগামী কয়েক দিনেও উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বেড়ে গিয়েছে। তিস্তা-সহ একাধিক নদীর জল বিপদসীমা ছুঁইছুঁই করছে। এই পরিস্থিতিতে আরও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে। মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরেও। এছাড়া, বুধবার দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই তিন জেলায় সপ্তাহের বাকি দিনগুলিতে আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই।

দক্ষিণবঙ্গের পরিস্থিতি
দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার পর থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ছিল। আবহাওয়া দফতরের তথ্যানুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মূর্শিদাবাদ এবং নদিয়া জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। এর ফলে কিছুটা হলেও তাপমাত্রা কমবে।

Advertisement

উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গের পরিস্থিতি অনেকটাই আলাদা। ভারী বৃষ্টির ফলে এই অঞ্চলের নদীগুলিতে জলস্তর বেড়েছে। তিস্তা, তোর্ষা, এবং অন্যান্য নদীগুলিতে জল বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে আগামী কয়েকদিন ধরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এবং মালদায় বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
 

 

Advertisement