West Bengal Weather Update: শীতের আমেজ শহরজুড়ে। রাত ও ভোরের দিকে হালকা শিরশিরানি ভাব। তবে শীতের মুখে বাধা ফের নিম্নচাপ। আগামী চার থেকে পাঁচ দিন পর অর্থাৎ রবিবার, ২৬ তারিখ নাগাদ দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরি হতে পারে। ২৭ নভেম্বর গভীর নিম্নচাপে পরিণত হবে। শুরুতে এর গতিপথ হবে পশ্চিম-উত্তর পশ্চিমের দিকে। তবে রাজ্যে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী পাঁচদিন তাপমাত্রায় কোনওরকম পরিবর্তন নেই।
আগামী পাঁচ দিন বছরের এই সময়ে যে তাপমাত্রা থাকে তেমনই স্বাভাবিক থাকবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রির কাছাকাছি থাকবে। আগামী কয়েক দিন কলকাতায় ১৮.৩ ডিগ্রি তাপমাত্রার কাছাকাছি ঘোরফেরা করবে।
আলিপুর আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, পশ্চিমের জেলাগুলিতে ২ থেকে ৪ ডিগ্রি কমবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এসব জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। আগামী পাঁচ দিন তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা।
উত্তরবঙ্গের তাপমাত্রা
উত্তরবঙ্গের আগামী এক সপ্তাহ মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা কোনও পরিবর্তন নেই। আগামী চার পাঁচদিনে উত্তরেও নামবে পারদ।