scorecardresearch
 

'সবাই তৃণমূলে চলে আসবে,' বললেন পার্থ, অর্পিতার প্রসঙ্গ উঠতেই 'চুপ'

যেই অর্পিতা মুখোপাধ্যায়ের অভিযোগের প্রসঙ্গ উঠল, ওমনি চুপ। দল তাঁকে ঝেড়ে ফেললেও দলের প্রতি নিজের আনুগত্য প্রকাশের মরিয়া তাগিদে এদিন বায়রন সম্পর্কে পার্থ বললেন, 'সবাই তৃণমূলে চলে আসবে।'

Advertisement
পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়
হাইলাইটস
  • বায়রন বিশ্বাস নিয়ে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
  • অর্পিতা মুখোপাধ্যায় প্রসঙ্গে চুপ
  • '৩০০ দিনের বেশি সময় বিনা বিচারে আমি আটকে রয়েছি'

অর্পিতায় নীরব। বায়রনে সরব। এক কথায় এটাই নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আজকের অবস্থান। আজ অর্থাত্‍ মঙ্গলবার আদালত থেকে বেরিয়ে বায়রন বিশ্বাসের তৃণমূলে যোগদান নিয়ে প্রশ্ন করতেই, প্রতিক্রিয়া দিয়ে দিলেন পার্থ। যেই অর্পিতা মুখোপাধ্যায়ের অভিযোগের প্রসঙ্গ উঠল, ওমনি চুপ। দল তাঁকে ঝেড়ে ফেললেও দলের প্রতি নিজের আনুগত্য প্রকাশের মরিয়া তাগিদে এদিন বায়রন সম্পর্কে পার্থ বললেন, 'সবাই তৃণমূলে চলে আসবে।' ৩০০ দিনের বেশি জেলে থাকা নিয়েও এর আগে হাতাশা প্রকাশ করেছিলেন পার্থ। আজ সেই প্রসঙ্গে বললেন, প্রদীপের নীচেই অন্ধকার।

বায়রন বিশ্বাস নিয়ে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে আজ আদালতে তোলা হয়। সেই সময়েই সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস তৃণমূলে যোগ দিয়েছেন। এবিষয়ে কী প্রতিক্রিয়া দেবেন? পার্থর সটান জবাব ছিল, 'সবাই তৃণমূলে চলে আসবে।'

আরও পড়ুন

অর্পিতা মুখোপাধ্যায় প্রসঙ্গে চুপ

কিন্তু যখন অর্পিতা মুখোপাধ্যায়ের প্রসঙ্গে উঠল, তখনই চুপ তিনি। অর্পিতার আইনজীবী আদালতে পার্থর বিরুদ্ধে অভিযোগ করেছেন, 'আমার মক্কেলের ফ্ল্যাট থেকে টাকা, গয়না উদ্ধার হলেও তিনি পরিস্থিতির শিকার। মাস্টারমাইন্ড হলেন পার্থই।' 'মাস্টারমাইন্ড' প্রসঙ্গে এদিন পার্থ চট্টোপাধ্যায়কে জিগ্গেস করা হলে, কোনও উত্তর দেননি তিনি। সাগরদিঘির কংগ্রেস বিধায়ক সোমবার যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। কংগ্রেসের টিকিটে জিতে মাত্র ৩ মাসের মধ্যেই দলবদল।

 '৩০০ দিনের বেশি সময় বিনা বিচারে আমি আটকে রয়েছি'

গত বছর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এরপর আদালতে ভার্চুয়াল শুনানিতে পার্থ-অর্পিতাকে খুনসুটি করতেও দেখা গিয়েছিল। যদিও অর্পিতা প্রসঙ্গে কোনও শব্দ সংবাদ মাধ্যমে অতীতেও ব্যয় করেননি পার্থ। এর আগে আলিপুর আদালতে পেশ করার সময় হতাশার সুর শোনা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের কণ্ঠে। তিনি একটি প্রশ্নের প্রেক্ষিতে বলেছিলেন, '৩০০ দিনের বেশি সময় বিনা বিচারে আমি আটকে রয়েছি। তা নিয়ে বলুন।'

Advertisement

বস্তুত, পার্থ চট্টোপাধ্যায়কে বিভিন্ন সময়েই দেখা গিয়েছে, তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য প্রমাণ করে চলেছেন।  কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির প্রশংসা করেছেন তো কখনও দলকে ভোটে জেতার শুভেচ্ছা জানিয়েছেন। এদিনও যেমন তৃণমূলের প্রতি আস্থা প্রকাশ করলেন তিনি।

 

Advertisement