scorecardresearch
 

September Weather Forecast: আজও শহরে বাড়বে গরম-অস্বস্তি, তবে সেপ্টেম্বরের শুরুতেই বড় চমক আবহাওয়ায়

মাঝেমধ্যে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির দেখা নেই। সোমবার এমনটাই কেটেছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। হাওয়া অফিস বলছে মঙ্গলবারও পরিস্থিতি বদলাবে না। বরং তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়বে। তাহলে কলকাতায় ফের বৃষ্টি কবে? চলুন জেনে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস।

Advertisement
গুরুবারেই আবহাওয়ায় বড় বদল গুরুবারেই আবহাওয়ায় বড় বদল


মাঝেমধ্যে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির দেখা নেই। সোমবার এমনটাই কেটেছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। হাওয়া অফিস বলছে মঙ্গলবারও পরিস্থিতি বদলাবে না। বরং তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়বে। তাহলে কলকাতায় ফের বৃষ্টি কবে? চলুন জেনে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস।

কলকাতায় অস্বস্তি বাড়বে
হাওয়া অফিস বলছে, কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা বেড়েছে। তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকায় অস্বস্তি বাড়বে। আগামী ২৪ ঘন্টার জন্য জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকার সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আংশিক মেঘলা আকাশ থাকলেও শহরে  বৃষ্টির সম্ভাবনা কম। 

দক্ষিণবঙ্গের পরিস্থিতি
আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি সম্ভাবনা কম। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির  সামান্য সম্ভাবনা  রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়া জেলায়। মঙ্গলবার অধিকাংশ জেলায় শুকনো আবহাওয়া থাকলেও হাল্কা বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়।  বুধবার ও বৃহস্পতিবার কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা। বৃহস্পতিবারের মধ্যে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে। ১ সেপ্টেম্বর শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন

উত্তরবঙ্গে বৃষ্টি কমবে
উত্তরবঙ্গে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি। দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম। হাওয়া অফিসের পূর্বাভাস, আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরো কমবে।  মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। অংশত মেঘলা আকাশের সঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

সেপ্টেম্বরে আবহাওয়ার পূর্বাভাস
হাওয়া অফিস বলছে, আপাতত আগামী তিন দিন বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয়বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। আংশিক মেঘলা আকাশ থাকবে জেলায় জেলায়। উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। তবে ১ সেপ্টেম্বর শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Advertisement