scorecardresearch
 

West Bengal VC Recruitment: রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে VC নিয়োগে বড় রায় সুপ্রিম কোর্টের, বেঁধে দিল ডেডলাইনও

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জটিলতা সমাধানে পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। আজ শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে, রাজ্য সরকার, রাজ্যপাল এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্মতিক্রমে একটি সার্চ কমিটি গঠন করা হবে। এই কমিটির নেতৃত্ব দেবেন প্রাক্তন ভারতের প্রধান বিচারপতি ইউ ইউ ললিত।

Advertisement
উপাচার্য নিয়োগ নিয়ে সার্চ কমিটি গড়তে নির্দেশ সুপ্রিম কোর্টের। গ্রাফিক্স ছবি উপাচার্য নিয়োগ নিয়ে সার্চ কমিটি গড়তে নির্দেশ সুপ্রিম কোর্টের। গ্রাফিক্স ছবি
হাইলাইটস
  • রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জটিলতা সমাধানে পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট।
  • আজ শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে, রাজ্য সরকার, রাজ্যপাল এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্মতিক্রমে একটি সার্চ কমিটি গঠন করা হবে।

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জটিলতা সমাধানে পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। আজ শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে, রাজ্য সরকার, রাজ্যপাল এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্মতিক্রমে একটি সার্চ কমিটি গঠন করা হবে। এই কমিটির নেতৃত্ব দেবেন প্রাক্তন ভারতের প্রধান বিচারপতি ইউ ইউ ললিত।

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগে জট কাটাতে সুপ্রিম কোর্ট একগুচ্ছ নির্দেশ জারি করেছে। দেশের শীর্ষ আদালত জানিয়েছে, তিন মাসের মধ্যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। একইসঙ্গে, নিয়োগ প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে, তাও নির্দিষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত।

সার্চ কমিটি গঠন
সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বে তিন সদস্যের সার্চ কমিটি গঠন করতে হবে। এই কমিটি প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য তিনটি নাম বাছাই করবে, যা মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে। মুখ্যমন্ত্রী সেই তিনটি নামের মধ্যে থেকে একটি নাম বাছাই করবেন এবং রাজ্যপালের কাছে পাঠাবেন। এরপর রাজ্যপাল সংশ্লিষ্ট ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ করবেন।

আরও পড়ুন

বিবাদ মেটাতে পদক্ষেপ
রাজভবন ও রাজ্য সরকারের মধ্যে উপাচার্য নিয়োগ নিয়ে দীর্ঘদিনের বিবাদ মেটাতে এই পদক্ষেপ নিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, প্রয়োজনে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথক কমিটি গঠন করা যেতে পারে এবং কমিটিতে আরও চারজন বিশেষজ্ঞ রাখতে পারেন চেয়ারম্যান।

মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের ভূমিকা
মুখ্যমন্ত্রী যদি সার্চ কমিটির বাছাই করা নাম পছন্দ না করেন, তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। একইভাবে, মুখ্যমন্ত্রীর বাছাই করা নাম রাজ্যপালের পছন্দ না হলে তিনিও শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারেন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, আগামী দু’সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শুরু করতে হবে।

বিজ্ঞাপন ও খরচ
উপাচার্য পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দিতে হবে এবং তাতে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করতে হবে। গোটা প্রক্রিয়ার খরচ বহন করবে রাজ্য সরকার।

Advertisement

ওয়াকিবহাল মহলের মতে সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের দীর্ঘদিনের জট কেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে শিক্ষাক্ষেত্রে স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
 

 

Advertisement