scorecardresearch
 

বঙ্গোপসাগরে নিম্মচাপের জের! বৃষ্টি মাথায় নিয়ে পুজো কাটবে মহানগরের

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে চতুর্থী অর্থাৎ মঙ্গলবারে বঙ্গোপসাগরে নিম্মচাপ তৈরি হতে পারে। যার অভিমুখ হবে ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে। আর সেই নিম্মচাপের জেরেই পুজোতে ভাসতে পারে বাংলা।

Advertisement
 বৃষ্টির জেরে বাঙালির প্রাণের উৎসব যে বিঘ্নিত হবেই তা বলাই বাহুল্য বৃষ্টির জেরে বাঙালির প্রাণের উৎসব যে বিঘ্নিত হবেই তা বলাই বাহুল্য
হাইলাইটস
  • চতুর্থী অর্থাৎ মঙ্গলবারে বঙ্গোপসাগরে নিম্মচাপ তৈরি হতে পারে
  • নিম্মচাপের জেরেই পুজোতে ভাসতে পারে বাংলা
  • উপকূল লাগোয়া জেলাগুলিতে অতিভারী বর্ষণের সতর্কতা জারি

এবার পুজোয় করোনা থাকছেই, তার সঙ্গে দোসর থাকবে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে চতুর্থী অর্থাৎ মঙ্গলবারে বঙ্গোপসাগরে নিম্মচাপ তৈরি হতে পারে। যার অভিমুখ হবে ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে। আর সেই নিম্মচাপের জেরেই পুজোতে ভাসতে পারে বাংলা।

তবে শুধু শহর কিংবা শহরতলী নয়, উপকূল লাগোয়া জেলাগুলিতেও  অতিভারী বর্ষণের সতর্কতা জারি হয়েছে। সমুদ্র সৈকত উত্তাল থাকবে বলে সতর্কও করা হয়েছে পর্যটকদের। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। 

ঠিক কী জানিয়েছে হাওয়া অফিস? 

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পঞ্চমী থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। দশমী পর্যন্ত বৃষ্টি চলবে। ষষ্ঠী, সপ্তমী ও দশমীতে বৃষ্টি পরিমাণ বাড়বে। বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায়।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে নিম্নচাপ যদি শক্তিশালী হয়ে ওঠে সেক্ষেত্রে বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। করোনা পরিস্থিতির জেরে এমনিতেই বিঘ্ন হয়েছে শারদ আনন্দ। এর উপর বৃষ্টির জেরে বাঙালির প্রাণের উৎসব যে বিঘ্নিত হবেই তা বলাই বাহুল্য।

Advertisement