scorecardresearch
 

পুজোয় ভাসবে শহর! আবহাওয়া দফতরের পূর্বাভাস শক্তি বাড়িয়েছে নিম্নচাপ

ফলে ষষ্ঠী থেকে অষ্টমী বৃষ্টিতে ভাসবে শহর ও শহরতলী। পঞ্চমী তিথিতে এমনই পূর্বাভাস ছিল আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement
আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।
হাইলাইটস
  • পুজোতেও স্বস্তি নেই রাজ্যবাসীর
  • ষষ্ঠী থেকে অষ্টমী ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ
  • শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে নিন্মচাপ

আগেই হাওয়া অফিস জানান দিয়েছিল পুজোতে নিন্মচাপের ভ্রুকুটি থাকবে। মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে। ফলে ষষ্ঠী থেকে অষ্টমী বৃষ্টিতে ভাসবে শহর ও শহরতলী। পঞ্চমী তিথিতে এমনই পূর্বাভাস ছিল আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে এগোবে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের দিকে। ফলস্বরূপ কলকাতায় হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভবনা। 

শুধু শহর কিংবা শহরতলী নয়, উপকূল লাগোয়া জেলাগুলিতেও  অতিভারী বর্ষণের সতর্কতা জারি হয়েছে। সমুদ্র সৈকত উত্তাল থাকবে বলে সতর্কও করা হয়েছে পর্যটকদের। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। সেই রেশ থাকবে অষ্টমীতেও। সারাদিন মাঝারি বৃষ্টির সম্ভবনা। 

বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায়। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা বাড়বে। সুতরাং অস্বস্তির হাত থেকেই রেহাই নেই। 

একে নিউনর্মালে প্রাণ ওষ্ঠাগত জনতার। করোনার দাপটে ভাটা পড়েছে উৎসবের আনন্দে। তার উপরে দোসর নিন্মচাপ। 
 

Advertisement