scorecardresearch
 

West Bengal Weather Monsoon Update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রাতভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

অস্বস্তিকর গরমে সুখবর! বহু প্রতীক্ষিত বর্ষা ঢুকে পড়েছে উত্তরবঙ্গে। সেই বর্ষার প্রভাবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হলেও, দক্ষিণবঙ্গ গরমের হাত থেকে রেহাই পায়নি। এখনও বৃষ্টি হয়নি। প্যাচপ্যাচে গরম চলছেই। তবে আজ, রবিবারই দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

Advertisement
ছবি পিটিআই। ছবি পিটিআই।
হাইলাইটস
  • অস্বস্তিকর গরমে সুখবর!
  • বহু প্রতীক্ষিত বর্ষা ঢুকে পড়েছে উত্তরবঙ্গে।

অস্বস্তিকর গরমে সুখবর! বহু প্রতীক্ষিত বর্ষা ঢুকে পড়েছে উত্তরবঙ্গে। সেই বর্ষার প্রভাবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হলেও, দক্ষিণবঙ্গ গরমের হাত থেকে রেহাই পায়নি। এখনও বৃষ্টি হয়নি। প্যাচপ্যাচে গরম চলছেই। তবে আজ, রবিবারই দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

এদিন সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। সূর্যের দেখা মেলেনি। গত কয়েকদিনে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। নাজেহাল অবস্থা হয়েছিল শহরবাসীর। সেই কষ্ট থেকে মুক্তি মিলতে চলেছে, বলেই জানাল আলিপুর আবহাওয়া দফতর। রবিবারই ঝেঁপে বৃষ্টি নামবে কলকাতায়।

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, মেদিনীপুর, বর্ধমান হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া ও মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও আবার ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও, পশ্চিমের কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে।

অন্যদিকে উত্তরে বর্ষা ঢুকেছে ৪-৫ দিন হয়ে গেল। এদিনও উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে। কিন্তু দক্ষিণে এখনও বর্ষা ঢোকেনি। মালদহে গত তিনদিন ধরে আটকে রয়েছে মৌসুমী বায়ু। আবহাওয়া দফতর জানিয়েছে, সব ঠিক থাকলে ২১ তারিখই দক্ষিণবঙ্গে ঢুকে পড়বে বর্ষা।

 

Advertisement