আবহাওয়া দফতরের তরফে বাংলার আট জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছিল আগেই। দক্ষিণের জেলাগুলির পাশাপাশি উত্তরের নীচের দিকে জেলাগুলিতেও গরম এবং অস্বস্তির আবহাওয়ার ব্যাপারেও সতর্ক করা হয়েছিল। তবে এর মাঝেই আছে সুখবর। শুক্রবার থেকে রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি কলকাতায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে। ইদের পরেই হতে পারে এই বৃষ্টি। শনিবার থেকে সোম-মঙ্গলবারের মধ্যে এই বৃষ্টি হতে পারে কলকাতায়।
তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত
শনিবার থেকে সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় শিলাবৃষ্টি শুরু হয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় হালকা বৃষ্টি চলবে। পাশাপাশি বাংলার ৮ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি রয়েছে বৃহস্পতিবার। আবহাওয়া দফতর জানিয়েছে ২০ এপ্রিল বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূমে এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। যে কারণে আবহাওয়া দফতরের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই সময় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় এবং উত্তরবঙ্গের তিন জেলায় আগামী ২৪ ঘন্টায় চরম তাপপ্রবাহ। তবে উত্তরবঙ্গের পরিস্থিতির আজকের পর ধীরে ধীরে উন্নতি হবে। সিভিয়ার হিট ওয়েভ বা চরম তাপ প্রবাহ চলবে পশ্চিমের জেলাগুলিতে। বাঁকুড়া,পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম,বীরভূমে বৃহস্পতিবার পর্যন্ত চলবে চরম তাপপ্রবাহ। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে। উত্তরবঙ্গের মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী ২৪ ঘন্টায় চরম তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকা বাদ দিয়ে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে ২১ এপ্রিল শুক্রবার পর্যন্ত।
বুধবার দুপুর পর্যন্ত তাপমাত্রা
উত্তরবঙ্গের দুই দিনাজপুর ও মালদা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার তাপপ্রবাহ চলবে।
বৃষ্টি কবে থেকে?
শনিবার দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এই আট জেলা ছাড়াও বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে সোম-মঙ্গলবার পর্যন্ত। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। তবে বৃষ্টি হলেও একেবারে স্বস্তি মিলবে এমনটা নয়। কারণ বেশিরভাগ জায়গাতেই খুব ছিটেফোঁটা হালকা বৃষ্টি হবে। সামান্য তাপমাত্রা কমলেও অস্বস্তি ও গরম ভাব থাকবে। তবে বর্তমানে যেভাবে লু বইছে বা প্রচন্ড দাবদাহ তার থেকে কিছুটা মুক্তি মিলতে পারে। যদিও গরমের থেকে স্বস্তি মিলবে এমন নয়, তবে প্রচন্ড গরম থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে।
শুক্রবার থেকেই হাওয়া বদল
শুক্রবার থেকেই হাওয়া বদল হবে রাজ্যে। আংশিক মেঘলা আকাশ আবার কোথাও পুরোপুরি মেঘলা আকাশের সম্ভাবনা। ২১ তারিখ শুক্রবার থেকে ২৩ তারিখ রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকুলের দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-এ বৃষ্টি চলবে। ২০ এপ্রিল বৃহস্পতিবার এবং ২১ এপ্রিল শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২২ এপ্রিল শনিবার এবং ২৩ এপ্রিল রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা
বৃষ্টি কম হলেও তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমবে রাজ্যের সব জায়গাতেই। কিন্তু অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। গরম বা তাপমাত্রা কমলেও জলীয় বাষ্প বাতাসে বেশি থাকবে আর তাতেই অস্বস্তি বাড়বে। অন্যদিকে এই হালকা বৃষ্টির পরেও উত্তর-পশ্চিমের গরম হাওয়া বইবে আমাদের রাজ্যে। কাজেই কোথাও ছিটেফোঁটা কোথাও হালকা বৃষ্টি গরমের হাত থেকে আপাতত পুরোপুরি রেহাই মিলছে না এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা আর থাকবে না। কলকাতাতেও খুব হালকা বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে। ইদের পরেই হতে পারে এই বৃষ্টি। শনিবার থেকে সোম-মঙ্গলবারের মধ্যে এই বৃষ্টি হতে পারে কলকাতায়। আজ কলকাতায় মূলত আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা আরও একটু বাড়তে পারে। পাশাপাশি কলকাতায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি!