নতুন সপ্তাহের শুরু থেকেই বৃষ্টি কমেছে বাংলায়। আর বৃষ্টি কমে রোদের তেজ বাড়তেই আর্দ্রতাজনিত অস্বস্তিও বেড়েছে। আগামী দু'দিন ভারী বৃষ্টির তেমন পূর্বাভাস না থাকলেও জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে ৪৮ ঘণ্টার পর থেকেই ফের বদলে যাবে আবহাওয়। চলুন জেনে নেওয়া যাক কী বলছে আলিপুর আবহাওয়া দফতর।
যা বলছে আলিপুর আবহাওয়া দফতর
দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ কম থাকবে। এদিন দক্ষিণবঙ্গে হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই বললেই চলে। তবে ২৯ তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা । কলকাতার ক্ষেত্রে ২৮ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ২৯ তারিখ থেকে কলকাতায় বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা। কারণ, ৩০ তারিখ নাগাদ পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগোবে। যার কারণে ২৯ তারিখ থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনার রয়েছে রাজ্যের জেলাগুলিতে। এর কারণ- ঘূর্ণাবর্ত এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ। পাশাপাশি উত্তরবঙ্গে আগামী ৪-৫ দিন বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই।
দক্ষিণবঙ্গের কোন জেলায় কেমন বৃষ্টি?
হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতি, শুক্র ও শনিবার জেলাগুলিতে আপাতত হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
উত্তরবঙ্গে কোথায় বৃষ্টি হবে?
উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার জেলাগুলিতে আপাতত হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
বর্ষা বিদায় দেশ থেকে
মৌসম ভবন জানিয়েছে, উত্তর-পশ্চিম ও পশ্চিম ভারতের আরও বিস্তীর্ণ এলাকা থেকে মৌসুমী বায়ু বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী দু থেকে তিন দিনের মধ্যে এই সব এলাকা থেকে মৌসুমী বায়ু বিদায় নেবে। মঙ্গলবারও আবহাওয়া দফতর জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর শুক্রবার নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে উত্তর আন্দামান সাগর ও সন্নিহিত এলাকায়। এর প্রভাবে পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ৩০ সেপ্টেম্বর শনিবার নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।