ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জবুথবু অবস্থা কলকাতায়। একলাফে অনেকটা নামল পারদ। আপাতত কয়েক দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। অর্থাৎ এমনই শীতের আমেজ বহাল থাকবে শহরে। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও কনকনে ঠান্ডা মালুম হচ্ছে। সোমবার কলকাতায় মরশুমের শীতলতম দিন। চলতি মরশুমে এই প্রথম শহরের তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে পৌঁছল। কলকাতার পাশাপাশি পারদ পতন হয়েছে বিভিন্ন জেলাতেও। পাহাড়ে কালিম্পঙের থেকেও বেশি ঠান্ডা দক্ষিণবঙ্গের পুরুলিয়ায়।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ১৫.৩ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গত কয়েক দিন ধরেই শহরে পারদ পতন চলছে। আগামী কয়েক দিনও এমন শীতল ভাব বজায় থাকবে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের নীচে নেমেছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ এবং ন্যূনতম ৪৬ শতাংশ। আপাতত রাজ্যে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
অন্য দিকে, উত্তরবঙ্গেও শীতের কাঁপুনি। দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। হাওয়া অফিস সূত্রে খবরষ দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ৫.৮ ডিগ্রি সেলসিয়াসে। কালিম্পঙের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ১১.৫ ডিগ্রিতে। বাগডোগরায় পারদ নেমেছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াসে। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের জেলাগুলির মতো দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জেলায় পারদ ১১ ডিগ্রির ঘরে নেমেছে। কালিম্পঙের থেকেও কম তাপমাত্রা শ্রীনিকেতনে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের মধ্যে সোমবার সবেচেয়ে শীতলতম স্থান পুরুলিয়া। সেখানে পারদ নেমেছে ১১.১ ডিগ্রি সেলসিয়াসে। পানাগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি। মেদনীপুরে পারদ নেমেছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতার অদূরে ব্যারাকপুরে তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। সেখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।