scorecardresearch
 

Rain in Bengal: বঙ্গোপসাগরে নিম্নচাপ, কাল থেকেই বদলাবে আবহাওয়া, ফের টানা বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টি থামতেই বেড়েছে ভ্যাপসা গরম। অস্বস্তি বাড়িয়েছে বাতাসের আর্দ্রতা। তবে কাল থেকেই আবহাওয়া বদলাচ্ছে। দু'দিন কম থাকলেও রাজ্যে আবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কাল অর্থাৎ ২৯ তারিখ, শুক্রবার থেকে ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে।

Advertisement
বৃষ্টির সম্ভাবনা, PTI বৃষ্টির সম্ভাবনা, PTI
হাইলাইটস
  • বৃষ্টি থামতেই বেড়েছে ভ্যাপসা গরম
  • অস্বস্তি বাড়িয়েছে বাতাসের আর্দ্রতা
  • কাল থেকেই আবহাওয়া বদলাচ্ছে

Rain in Bengal: বৃষ্টি থামতেই বেড়েছে ভ্যাপসা গরম। অস্বস্তি বাড়িয়েছে বাতাসের আর্দ্রতা। তবে কাল থেকেই আবহাওয়া বদলাচ্ছে। দুু-তিন দিন কম থাকলেও রাজ্যে আবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কাল অর্থাৎ ২৯ তারিখ, শুক্রবার থেকে ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং মায়ানমার উপকূলের কাছে ঘূর্ণাবর্তের সম্ভাবনা আছে।

বস্তুত, আগামী তিন-চার দিন একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বীরভূম এবং মুর্শিদাবাদে।  আগামী ২৯ তারিখ ২৪ ঘণ্টা এটি নিম্নচাপে পরিণত হবে। এর ফলে রাজ্য থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে। 

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। শনিবার এই ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে শক্তি বাড়াতে পারে। সেই কারণে আন্দামান সাগর এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন

পাঁচদিন চলবে বৃষ্টি
আজ, শুক্রবারও বৃষ্টি খুব কমই হবে বলা চলে। আগামী পাঁচদিন চলবে বৃষ্টি। বীরভূম ও মুর্শিদাবাদে ৩০ তারিখ একটু বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। প্রথম তিনদিন তাপমাত্রা বিশেষ বদলাবে না। তারপর সামান্য কমতে পারে তাপমাত্রা।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের ক্ষেত্রে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ৩ তারিখ থেকে বৃষ্টি বাড়তে পারে। ফলে তাপমাত্রাও অনেকটা কমবে।

Advertisement