West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে আগামী কয়েকদিন। যদিও, বৃষ্টিপাতের পরিমাণ বেশ কিছুটা কমেছে। জেলাগুলিতে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। যে কারণে বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। গরমের সঙ্গে ঘামে কষ্ট বাড়বে।
আগামী পাঁচদিন গোটা রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা , বীরভূম, মুর্শিদাবাদ, মালদা ও দিনাজপুরে বৃষ্টিপাত চলছে। তা আরও বাড়তে পারে। কলকাতার ক্ষেত্রে মূলত মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে দু' এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রোদ-মেঘের খেলা দেখা যাবে আগামী কয়েকদিনে। ২-৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা।
বর্ষা প্রবেশের পর থেকে উত্তরবঙ্গে যে হারে বৃষ্টি হয়েছে তুলনামূলক কম বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছে উত্তরের জেলাগুলিতে।
আলিপুর আবহাওয়া দফতর যেমনটা জানিয়েছে, এই মুহূর্তে মৌসুমী বায়ুর অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে যাচ্ছে। ফলে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি। আগামী ৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা অর্থাৎ দার্জিলিং ও কালিম্পংয়ের বেশ কিছু জায়গায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে।