দুপুর একটা নাগাদ ঝেঁপে বৃষ্টি নামল কলকাতায়। আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। বলা হয়েছিল, হাওড়া ও কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই মতো আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি শুরু হল। তবে বৃষ্টি হলেও এখনই গরমের হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। আগামী ক'য়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূলের জেলাগুলিতে।
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। তবে তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরেই থাকবে। অন্যদিকে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রার সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। এই আবহাওয়াই বজায় থাকবে দক্ষিণেও।
মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। এর পূবের অংশ শনিবার দক্ষিণবঙ্গের দিকে এগোবে। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে শনিবার থেকে মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে রবিবার দু’-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
শুক্রবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আর্দ্রতা জনিত অস্বস্তি রয়েছে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬ থেকে ৯১ শতাংশ।