Rain in Bengal: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ অঞ্চল। শক্তি বাড়িয়ে সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে ওড়িশা এবং বাংলা উপকূলের দিকে এগোতে পারে। তার জেরেই শুক্রবার থেকে আগামী ৩ অক্টোবর রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির পূ্র্বাভাস রয়েছে।
নিম্নচাপটি ক্রমশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হবে। এর প্রভাবে আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া এবং হুগলিতে। আগামীকাল দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, এবং আগামী ২ তারিখের পর বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে। শুক্রবার এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা জি কে দাস।
এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৬২ থেকে ৯৩ শতাংশ। কলকাতায় শনিবার থেকেই বৃষ্টি শুরু হবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, সোমবার পর্যন্ত চলতে পারে বজ্রবিদ্যুৎ সহ একটানা বৃষ্টি।
মায়ানমার উপকূলে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। এর জেরেই শুক্রবার বিকেল থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সপ্তাহান্তে শনি এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।
উত্তরবঙ্গে পার্বত্য এলাকার পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।