ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই যেন গরম পড়ে গেল শহর কলকাতায়। শহরের সর্বনিম্ন তাপমাত্রা একলাফে বেড়ে গেল। পাল্লা দিয়ে বাড়ল সর্বোচ্চ তাপমাত্রাও। যার ফলে শহর থেকে শীত ভাব কার্যত উধাও হয়ে গিয়েছে। মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ কলকাতায়। মাঝেমধ্যে হাল্কা রোদের দেখা পাওয়া যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ফের কমবে তাপমাত্রা। যার ফলে শীতল ভাব বজায় থাকবে। অন্য দিকে, দার্জিলিঙে বৃষ্টি বা তুষারপাত হতে পারে।
কলকাতায় কত তাপমাত্রা?
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ফের বাড়ল। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২১.৮ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিক। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং ন্যূনতম ৪৬ শতাংশ।
কোথায় বৃষ্টির পূর্বাভাস?
বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিঙে বৃষ্টি বা তুষারপাত হতে পারে। রাজ্যের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। মঙ্গলবার কালিম্পঙের কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ফের কমবে তাপমাত্রা
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে কমবে। তার পরে আগামী ৩ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। দক্ষিণবঙ্গের সব জেলায় আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২ দিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে কমবে। তারপরে ৩ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা হতে পারে।
কোথায় কত তাপমাত্রা?
মঙ্গলবার দার্জিলিঙে পারদ নেমেছে ১.৮ ডিগ্রি সেলসিয়াসে। বাগডোগরায় পারদ নেমেছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে। কোচবিহারে পারদ নেমেছে ১১.৭ ডিগ্রিতে। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। মালদায় পারদ নেমেছে ১৬.৫ ডিগ্রিতে। কালিম্পঙে পারদ নেমেছে ৮.৮ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ায় পারদ নেমেছে ১৪.১ ডিগ্রিতে। বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৫.৫ ডিগ্রিতে। ক্যানিংয়ে পারদ নেমেছে ১৬.৪ ডিগ্রিতে। দিঘার সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের তাপমাত্রা ১৭ ডিগ্রি। কাঁথির সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস।