scorecardresearch
 

Winter Update: বর্ষবরণের পরই জাঁকিয়ে শীত? আবহাওয়া বদল নিয়ে বড়সড় পূর্বাভাস

ডিসেম্বরে জাঁকিয়ে শীত থেকে বঞ্চিতই রইল দক্ষিণবঙ্গবাসী। উধাও শীত। জানুয়ারির শুরু থেকে কি বদলাবে আবহাওয়া? দিন কয়েক ধরেই হালকা শীতের আমেজ, বেলা বাড়লে প্রখর রোদের তাপ। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বড়দিনের মতোই হাওয়া থাকবে বর্ষবরণের আবহাওয়া।

Advertisement
হাইলাইটস
  • ডিসেম্বরে জাঁকিয়ে শীত থেকে বঞ্চিতই রইল দক্ষিণবঙ্গবাসী
  • উধাও শীত
  • জানুয়ারির শুরু থেকে কি বদলাবে আবহাওয়া?

West Bengal Weather Update: ডিসেম্বরে জাঁকিয়ে শীত থেকে বঞ্চিতই রইল দক্ষিণবঙ্গবাসী। উধাও শীত। জানুয়ারির শুরু থেকে কি বদলাবে আবহাওয়া? দিন কয়েক ধরেই হালকা শীতের আমেজ, বেলা বাড়লে প্রখর রোদের তাপ। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বড়দিনের মতোই হাওয়া থাকবে বর্ষবরণের আবহাওয়া। সকাল, সন্ধে শীতের আমেজ থাকলেও আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। 

আগামী ৪-৫ দিন এরকমই পরিস্থিতি থাকবে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু এলাকায়। সান্দাকফু সহ সংলগ্ন এলাকায় তুষারপাত হতে পারে। সিকিমের পার্বত্য এলাকাতে তুষারপাতের সম্ভাবনা। উত্তুরে হাওয়ার দাপট নেই। 

স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি বেশি থাকবে তাপমাত্রা। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কোথাও কোথাও ঘন কুয়াশায় ঢেকে থাকবে। বেলা বাড়াতেই পরিষ্কার আকাশের সম্ভাবনা। 

আরও পড়ুন

বাংলাদেশের দক্ষিণ ভাগে ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগর উপকূল ঘেঁষে এই ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে পূবালী হাওয়ায় ভর করে। বাতাসে জলীয় বাষ্প বাড়ছে। আগামী সোম-মঙ্গলবার পর্যন্ত এই আবহাওয়া থাকবে। জানুয়ারির ৩ ও ৪ তারিখ পর্যন্ত এইরকম আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

উত্তরবঙ্গে কালিম্পং-দার্জিলিং বাদে জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। আগামী কয়েক দিন একই রকম তাপমাত্রা থাকবে।

Advertisement