পুজো কাটতেই আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস। রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে চলেছে। আলিপুর আবহাওয়া অফিস বর্ষা বিদায়ের সম্ভাব্য দিন জানিয়েছে। অন্যদিকে, নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত কতটা শক্তিশালী হয় সেদিকেই নজর আবহাওয়াবিদদের। তবে এর অভিমুখ নিম্নচাপ রূপে চেন্নাই উপকূলের দিকে হতে পারে বলে অনুমান।
পূর্ব অসমে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এছাড়া লাক্ষাদ্বীপের নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপ রূপে পূর্ব-মধ্য আরব সাগরে অবস্থান করছে। যার প্রভাব গোয়া কর্ণাটক উপকূলে রয়েছে।
বর্ষা বিদায়
বর্ষা বিদায় নিয়ে হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি অক্ষরেখা বা বর্ষা বিদায় রেখা দ্বারভাঙ্গা, হাজারিবাগ, নরসিংহপুর ও নবসারির উপর দিয়ে বিস্তৃত রয়েছে। আগামী দু-তিন দিনে বিহার, ঝাড়খণ্ড, গুজরাট ও মধ্যপ্রদেশের বাকি অংশ এবং ছত্তীশগঢ় ও মহারাষ্ট্রের আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে। ওড়িশা এবং পশ্চিমবঙ্গ ও সিকিম থেকেও আগামী দু'দিনের মধ্যে বর্ষা বিদায় পর্ব শুরু হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।।
আর দু'দিনের মধ্যে বর্ষা বিদায় নিতে চলেছে রাজ্য থেকে। সামনের সপ্তাহে শুষ্ক আবহাওয়ার শুরু হতে পারে।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে শুষ্ক আবহাওয়া।আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ কখনও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। মূলত পরিষ্কার ও আংশিক মেঘলা আকাশ। বিকেল বা সন্ধের দিকে কোনও কোনও জেলার দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। ১৩ অক্টোবর রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
কলকাতার আবহাওয়া
কলকাতায় রবিবার ও সোমবার শুষ্ক আবহাওয়া থাকবে। মঙ্গলবার দু-এক পশলা খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা শহরে। বাতাসে জলীয় বাষ্প রয়েছে তাই বৃষ্টি না হলে দিনে ও রাতে কিছুটা অস্বস্তি হবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে কোথাও পরিষ্কার আকাশ কোথাও আবার আংশিক মেঘলা আকাশ থাকবে। শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।