উত্তরবঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। যার জেরে আজকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। এদিকে রবিবারের মত সোমবারও কলকাতার দিন শুরু হয়েছে মেঘলা আশাক দিয়ে। সারা দিন রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা। এরমধ্যেই সাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে।চলুন জেনে নেওয়া যাক আগামী এক সপ্তাহ কেমন থাকবে রাজ্যের জেলাগুলির পরিস্থিতি।
আবারও দুর্যোগের আশঙ্কা
হাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে। তারই জেরে ফের একবার প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। যদিও এব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্ট তথ্য মেলেনি। তবে আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরাও। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর শুক্রবার নাগাদ উত্তর আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এর প্রভাবে পরবর্তী ২৪ ঘন্টায় ওই একই এলাকায় নিম্নচাপ তৈরি হতে পারে। যার অভিমুখ হতে পারে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে। যে কারণেপুজোর মাস অক্টোবরের শুরুতেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে। তবে ঘূর্ণিঝড় না হলেও অতিপ্রবল নিম্নচাপের সম্ভাবনা থেকেই যাচ্ছে। আগামী ৫ দিনের মধ্যেই তার রূপ বোঝা যাবে।
উত্তরবঙ্গে বৃষ্টি চলবে
উত্তরবঙ্গে আজ অর্থাৎ সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবারও উত্তরের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
দক্ষিণবঙ্গের পরিস্থিতি
সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণের জেলাগুলিতে আপাতত হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দুদিন তাপমাত্রার সেরকম পরিবর্তন না হলেও, পরের তিন দিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।
কলকাতার আবহাওয়া
রবিবারের মতোই সোমবার সকাল থেকে মেঘলা আকাশ শহরে। কোনও কোনও জায়গায় মাঝে মধ্যে হাল্কা বৃষ্টি হয়েছে। আপাতত কলকাতায় ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। হাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।