ডিসেম্বরের মাঝ সপ্তাহে শীতের ঝোড়ো ইনিংস কলকাতায়। এই প্রথম চলতি মরশুমে শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নামল ১৫ ডিগ্রির নীচে। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ পৌঁছে গেল ১৪ ডিগ্রির ঘরে। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও পারদ পতন অব্যাহত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল শহরে দিনের শেষে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াসে। ফলে গতকালের তুলনায় বুধবার শহরে আরও নামল পারদ। চলতি মরশুমে বুধবারই কলকাতার শীতলতম দিন। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ এবং ন্যূনতম ৪৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই শহরে। বুধবার কলকাতায় প্রধানত পরিষ্কার আকাশ থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রির আশপাশে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে দার্জিলিঙের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক, কোথায় কত তাপমাত্রা
বুধবার দার্জিলিঙে পারদ নেমেছে ৫.৮ ডিগ্রি সেলসিয়াসে। বাগডোগরার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি। কোচবিহারে পারদ নেমেছে ১৭.১ ডিগ্রিতে। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙে পারদ নেমেছে ১১.৫ ডিগ্রিতে। মালদার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের মধ্যে বাঁকুড়ায় পারদ নেমেছে ১০.৬ ডিগ্রিতে। পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। ক্য়ানিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি। কাঁথিতে পারদ নেমেছে ১৩.৬ ডিগ্রিতে। মেদিনীপুরে পারদ নেমেছে ১৩.৩ ডিগ্রিতে। বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ে পারদ নেমেছে ১১.৯ ডিগ্রিতে।