scorecardresearch
 

কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে বাংলো খালির নির্দেশ, তীব্র তরজা

সোমবার বিকেলে জেলা প্রশাসনের নির্দেশে দুর্গাপুর মহকুমা প্রশাসনের পদস্থ আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে কর্নেল দীপ্তাংশু চৌধুরীর বাংলোয় যান। উল্লেখ্য, বিজেপি নেতা কর্নেল দীপ্তাংশু চৌধুরী এখন যে বাংলোটিতে থাকেন সেটি দুর্গাপুর ইস্পাত প্রকল্পের নিজস্ব বাংলো হলেও তা রাজ্য সরকারকে দেওয়া রয়েছে। সেই মোতাবেক এই বাংলো দেখভালের দায়িত্ব আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের।

Advertisement
বাংলোর সামনে পুলিশ বাংলোর সামনে পুলিশ
হাইলাইটস
  • দীপ্তাংশু চৌধুরীকে বাংলো খালি করার নির্দেশ
  • বাংলোয় যান পুলিশ আধিকারিকরা
  • রাজ্য সরকার ও তৃণমূলের সমালোচনায় বিজেপি

এবার বিজেপি নেতা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর (Col. Diptansu Chaudhury) বাংলো খালি করার নির্দেশ জেলা প্রশাসনের। দুর্গাপুর ইস্পাত নগরীর অ্যান্ড্রু প্লেসের A-11/2 নম্বর বাংলোটি জেলা শাসকের নামে বরাদ্দ রয়েছে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান থাকাকালীন ২০১৮ সালে ওই বাংলোটিতে কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে থাকতে দেওয়া হয়। এরপর ২০২০-র ১৯ ডিসেম্বর তৃণমূল কংগ্রেস (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী,পদত্যাগ করেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যানের পদ থেকে। 

গত ডিসেম্বর মাস থেকে বাংলোটি ফাঁকা করার জন্য বলা হয়েছিল। তারপরেও দীপ্তাংশুবাবু ওই বাংলোতে বসবাস করছিলেন বলে সূত্রমাফিক জানা যাচ্ছে। পরবর্তী সময়ে বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পূর্ব আসন থেকে বিজেপির প্রার্থীও হয়েছিলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। যদিও নির্বাচনে পরাজিত হন তিনি।

সোমবার বিকেলে জেলা প্রশাসনের নির্দেশে দুর্গাপুর মহকুমা প্রশাসনের পদস্থ আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে কর্নেল দীপ্তাংশু চৌধুরীর বাংলোয় যান। উল্লেখ্য, বিজেপি নেতা কর্নেল দীপ্তাংশু চৌধুরী এখন যে বাংলোটিতে থাকেন সেটি দুর্গাপুর ইস্পাত প্রকল্পের নিজস্ব বাংলো হলেও তা রাজ্য সরকারকে দেওয়া রয়েছে। সেই মোতাবেক এই বাংলো দেখভালের দায়িত্ব আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের। আর সেই জন্যই সোমবার বিকেলে অ্যান্ড্রু প্লেসের ওই বাংলো ফাঁকা করার জন্য দুর্গাপুর মহকুমা প্রশাসনের পদস্থ আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে যান বলে জানা যাচ্ছে।

অন্যদিকে এই ঘটনাকে 'প্রতিহিংসার রাজনীতি' বলে মন্তব্য করেছে বিজেপি। গেরুয়া শিবির দাবি, ওই কোয়ার্টার সেইলের, সেটি ছাড়তে বলার এক্তিয়ার তৃণমূল কংগ্রস ও রাজ্যপুলিশের নেই। ঘটনার তীব্র বিরোধিতা করে বিজেপি আরও জানিয়ে দিয়েছে এই বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার 'দিদি'র নেই। যতক্ষণ না সেইল বলছে ততক্ষণ দীপ্তাংশু চৌধুরী কোয়ার্টার ছাড়বেন না বলেও জানিয়ে দিয়েছে বিজেপি। 

Advertisement

 

Advertisement