বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ইতিমধ্যেই শপথ নিয়েছেন। এবার মন্ত্রিসভা গঠনের পালা। কাদের মন্ত্রিসভায় জায়গা দেবেন তৃণমূল নেত্রী? পুরোনো মুখই কি থাকবে নাকি নতুন মুখ জায়গা পাবে? তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
তৃণমূলের একটি সূত্রে খবর, মমতার এবারের মন্ত্রিসভায় জায়গা পেতে পারে একগুচ্ছ নতুন মুখ। আগের বারের থেকে বেশি সংখ্যক মহিলাকে মন্ত্রীপদে বসাতে পারেন তৃণমূল নেত্রী। একাধিক তরুণ মুখেরও দেখা মিলতে পারে। সংখ্যালঘু মুখেরও গুরুত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা।
আরও পড়ুন : Exclusive তথাগত রায়: 'আমি দলে ব্রাত্য, ৪ পালের গোদা সব নির্ধারণ করছে'
সূত্রের খবর, সোহম চক্রবর্তী ও রাজ চক্রবর্তীকে মন্ত্রিত্ব দিতে পারেন নেত্রী। শুভেন্দু অধিকারীর জায়গায় মন্ত্রিত্ব পেতে পারেন মদন মিত্র। কৃষি দফতরে আসতে পারেন প্রদীপ মজুমদার।
এবার প্রার্থী হননি প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। সূত্রের খবর, তাঁকে মন্ত্রী না করার সম্ভাবনা বেশি। অর্থমন্ত্রক নিজের হাতেই রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একজন অর্থ প্রতিমন্ত্রী রাখার ভাবনা-চিন্তাও নাকি রয়েছে সর্বোচ্চ নেতৃত্বের।
আরও পড়ুন : করোনার ভ্যাকসিন স্পার্ম ধ্বংস করে? সামনে এল গবেষণা
এছাড়াও ইন্দ্রনীল সেন, মনোরঞ্জন ব্যাপারী, বিরবাহা হাঁসদা, পরেশচন্দ্র অধিকারীরা মন্ত্রী হতে পারেন। মুর্শিদাবাদ ও মালদা থেকে তিন-চার জন মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলে সূত্রের খবর।
সূত্রের তরফে এও জানা যাচ্ছে, শিক্ষামন্ত্রী হিসেবে পার্থ চট্টোপাধ্যায়কেই রাখা হতে পারে। নাম উঠে আসছে ব্রাত্য বসুরও। অপর একটি সূত্রের দাবি, পার্থ ও ব্রাত্য দুজনকেই শিক্ষামন্ত্রী করা হতে পারে। সেক্ষেত্রে উচ্চশিক্ষা এবং স্কুল শিক্ষা দফতর-এই দুইভাগে ভাগ করে মন্ত্রী করা হতে পারে তাঁদের।
এছাড়াও মানস ভুইঞার মতো প্রবীণ নেতা জায়গা পেতে পারেন মন্ত্রিসভায়।