ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেও কলকাতায় কনকনে ঠান্ডার দেখা নেই। শীত ভাব শুধুমাত্র সন্ধ্যার পর এবং ভোরেই মালুম হচ্ছে। বেলা গড়ালে উধাও শীতল আমেজ। যদিও রাজ্যের বিভিন্ন জেলায় কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৩ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ খানিকটা কমতে পারে। অন্য দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কোন জেলায় কত ঠান্ডা?
হাওয়া অফিস সূত্রে খবর, আলিপুরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি, দমদমে ১৬ ডিগ্রি, উলুবেড়িয়ায় ১৫.৬ ডিগ্রি, ডায়মন্ড হারবারে ১৭.৭ ডিগ্রি, দিঘায় ১৭.৮ ডিগ্রি, কৃষ্ণনগরে ১৪ ডিগ্রি, বাঁকুড়ায় ১৫.৪ ডিগ্রি, শ্রীনিকেতনে ১৩.৬ ডিগ্রি, ক্যানিংয়ে ১৭.৬ ডিগ্রি, বর্ধমানে ১৪ ডিগ্রি, পানাগড়ে ১৪.৮ ডিগ্রি, ঝাড়গ্রামে ১৩.৫ ডিগ্রি, কল্যাণীতে ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।
অন্য দিকে, উত্তরবঙ্গের দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ৫.৬ ডিগ্রিতে। কালিম্পঙে তাপমাত্রা ১০.৫ ডিগ্রি।
কোন কোন জেলায় বৃষ্টি?
হাওয়া অফিস সূত্রে খবর, ৬ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত দার্জিলিং ও কালিম্পঙের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ৯ ডিসেম্বর উত্তর দিনাজপুর, মালদার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
কেমন থাকবে তাপমাত্রা?
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি করে কমবে। আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনও হেরফের হবে না।
কলকাতায় কত তাপমাত্রা?
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং ন্যূনতম ৪৭ শতাংশ।