Yagi Effect Bengal: চিনের সুপারসাইক্লোন পৌঁছাল বঙ্গোপসাগরে। সুপার টাইফুন 'ইয়াগি' সম্প্রতি চিন পেরিয়ে উত্তরের ভিয়েতনাম আঘাত হানে। এরপর সেটি বাংলাদেশ অতিক্রম করে দুর্বল অবস্থায় বঙ্গোপসাগরে পৌঁছেছে। বাংলাদেশের আবহাওয়া দফতর শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জানিয়েছে, টাইফুন 'ইয়াগি' আজ রাতের মধ্যে বঙ্গোপসাগরে বড় নিম্নচাপের রূপ ধারণ করবে।
টাইফুন 'ইয়াগি' চিন, ফিলিপিনস ও ভিয়েতনামে ব্যাপক তাণ্ডব করেছে। এই সুপার টাইফুনের সর্বাধিক প্রভাব চিনেই ছিল। 'ইয়াগি' টাইফুন ফিলিপিনস, চিন ও ভিয়েতনাম হয়ে বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হয়। বঙ্গোপসাগরে গিয়ে একটি নিম্নচাপের সঙ্গে সেটি মিলিত হচ্ছে। ইতিমধ্যেই নিম্নচাপের প্রভাবে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান ও দিল্লি-এনসিআর অঞ্চলে বৃষ্টি দেখা গিয়েছে।
Let's extend a warm welcome to Cyclone Yagi, which has journeyed from the Pacific to India, bringing relief to East Indian regions experiencing rainfall deficits. Three models predict substantial rainfall in West Bengal, Jharkhand, northern Odisha over the next 5 days. pic.twitter.com/8UDWPJhpmP
— All India Weather (AIW) (@pkusrain) September 13, 2024
ভারতের আবহাওয়া দফতরের (IMD) বুলেটিন অনুযায়ী, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এর ফলে ১৩ ও ১৪ সেপ্টেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার ওপর বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৪ ও ১৫ সেপ্টেম্বর ঝাড়খণ্ডেও এই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস জানতে এখানে ক্লিক করুন।
এর আগে দক্ষিণ-পূর্ব বাংলাদেশের ও পার্শ্ববর্তী এলাকায় নিম্নচাপটি ছিল। সেটি পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ১৩ সেপ্টেম্বর সকাল ৮:৩০ নাগাদ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বাংলাদেশ উপকূলে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করছে।
আগামিকাল, ১৪ সেপ্টেম্বর, এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে উপকূলীয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ডিপ্রেশনে পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
Astonishing! Note the extensive lightning and deep cloud formation fueled by the Cyclone Yagi remnant. Having traversed 1500 km, it remarkably retains its rainfall vigor, underscoring the crucial role of moisture in system maintenance. pic.twitter.com/n6mFUgEBux
— All India Weather (AIW) (@pkusrain) September 13, 2024
উত্তর-পূর্ব ভারত, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহার, উড়িষ্যা, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ ও সিকিমে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৪ সেপ্টেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যার ওপর বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মিজোরাম ও ত্রিপুরায় ১৩ সেপ্টেম্বর; গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ১৪ সেপ্টেম্বর; উড়িষ্যায় ১৪ সেপ্টেম্বর খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশে ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর; অসম ও মেঘালয়ে; নাগাল্যান্ড ও মণিপুরে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর; মিজোরাম ও ত্রিপুরায় ১৩ ও ১৪ সেপ্টেম্বর; উপ-হিমালয় পশ্চিমবঙ্গ ও সিকিমে ১৩ সেপ্টেম্বর; গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর বৃষ্টি হতে পারে।
বিহার, ঝাড়খণ্ড ও উড়িষ্যায় ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।